মাঝপথে ভেন্যু বদল, শান্তির হ্যাটট্রিকে ভুটানকে হারালো বাংলাদেশ

Mga komento · 17 Mga view

বিচিত্র এক ঘটনার সাক্ষী হলো ফুটবল বিশ্ব। সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের বাংলাদেশ-ভুটান আন্তর্জাতিক ??

বিচিত্র এক ঘটনার সাক্ষী হলো ফুটবল বিশ্ব। সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের বাংলাদেশ-ভুটান আন্তর্জাতিক ম্যাচটি দুই ভেন্যু মিলিয়ে শেষ হয়েছে। ম্যাচের প্রথমার্ধ হয়েছে কিংস অ্যারেনায় ও দ্বিতীয়ার্ধ হয়েছে কিংস অ্যারেনার অনুশীলন গ্রাউন্ডে।

মঙ্গলবার (১৫ জুলাই) বৃষ্টিবিঘ্নিত এই ম্যাচে ভুটানকে ৪-১ গোলে হারায় বাংলাদেশের মেয়েরা।

বৃষ্টিকে সঙ্গী করেই কিংস অ্যারেনায় ম্যাচটি শুরু হয়। ম্যাচের ছয় মিনিটে শান্তি মার্ডির গোলে এগিয়ে যায় বাংলাদেশ। তবে ভেজা মাঠে ফুটবল খেলাই কঠিন হয়ে পড়ে। খেলোড়ারা তাদের স্বাভাবিক খেলা খেলতে পারেনি। ভেজা মাঠের কারণে মাটি কামড়ানো শটে বল থেমে যাচ্ছিলো বারবার। এছাড়া, স্বাভাবিক দৌড়াতেও খেলোয়াড়দের বেগ পেতে হচ্ছিলো। এভাবেই শেষ হয় প্রথমার্ধ।

ম্যাচের দ্বিতীয়ার্ধে কয়েক দফা মাঠ পরিদর্শন করেও ম্যাচ কমিশনার খেলা শুরু করতে পারেনি। এরপরই অদ্ভুত ঘটনার সাক্ষী হয় সাফ ফুটবল। তিন ঘণ্টা ম্যাচ বন্ধ থাকার পর অবশেষে ম্যাচের বাকি অংশ গড়ায় কিংস অ্যারেনার প্রাকটিস গ্রাউন্ডে। সন্ধ্যা ৬টা ৪৯ মিনিটে শুরু হয় দ্বিতীয়ার্ধের খেলা।

ম্যাচের ৫৩ মিনিটে সানগে ওয়াগমোর গোলে সমতায় ফেরে ভুটান। ম্যাচের ৫৭ মিনিটে কর্নার থেকে আসা বল জালে জড়িয়ে শান্তি মারডি বাংলাদেশকে আবারও লিড এনে দেন। ৭৬ মিনিটে মুনকি আক্তারের গোলে ব্যবধান বাড়ায় বাংলাদেশ। এরপর ৭৯ মিনিটে গোল করে নিজের হ্যাটট্রিক আদায় ও ভুটানের কফিনে শেষ পেড়েক মারেম শান্তি।

এই জয়ে তিন ম্যাচ শেষে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে বাংলাদেশ।

Mga komento