মিরপুর বলেই এমন বাংলাদেশ

Commenti · 20 Visualizzazioni

টি–টোয়েন্টিতে এখন ২০০ রান নিয়মিত দেখা যায়। কিন্তু মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের এমন পিচে বাংলাদেশ–পাকিস্তা?

টি–টোয়েন্টিতে এখন ২০০ রান নিয়মিত দেখা যায়। কিন্তু মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের এমন পিচে বাংলাদেশ–পাকিস্তান সিরিজ হচ্ছে, যেখানে ১৫০ রানও হচ্ছে না।

শিরোনামের কথাটা জাকের আলীর। হুবহু যদিও তিনি এটি বলেননি। কিন্তু ‘পরিস্থিতি’ যেমন, তেমন করেই নাকি এখন খেলার মন্ত্র বাংলাদেশের। ওই হিসেবে মিরপুরে তাঁদের খেলতে হচ্ছে ‘লো স্কোরিং’ ম্যাচ।

পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। তবে প্রথম ম্যাচের পর সংবাদ সম্মেলনে এসে পিচ নিয়ে অভিযোগ জানিয়ে গিয়েছিলেন পাকিস্তানের প্রধান কোচ মাইক হেসন।

ওই ম্যাচে ১১০ রানে অলআউট হয়ে যাওয়া দলটি কাল ১৩৪ রান তাড়া করতে নেমে অলআউট হয়েছে ১২৫ রানে। শেষের স্কোরটা দেখলে যদিও ভুল বার্তাই যেতে পারে— পাকিস্তান আসলে ১৫ রানেই হারিয়ে ফেলেছিল ৫ উইকেট। পরে ফাহিম আশরাফ, আব্বাস আফ্রিদি ও আহমেদ দানিয়েলের কল্যাণে সফরকারীরা এত দূর যেতে পারে।

মিরপুরের পিচে খেলে নাকি ব্যাটসম্যানদের উন্নতি করা সম্ভব নয়, প্রথম ম্যাচের পর এমনও বলেছিলেন হেসন। টি–টোয়েন্টি ক্রিকেটে এখন চার–ছক্কার ফুলঝুরি দেখা যায়। রানও দুই শ ছাড়িয়ে যায় নিয়মিত।

সেখানে এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো টুর্নামেন্টের কথা মাথায় রেখে নামা সিরিজ এমন পিচে খেলছে বাংলাদেশ, যেখানে ১৫০ রানও হচ্ছে না। এমন ম্যাচ খেলে কি প্রস্তুতিতেও ঘাটতি হতে পারে, উইকেট নিয়ে দলের চাহিদাই–বা কী?

প্রশ্নটি পুরো শেষ করার আগেই জাকেরের উত্তর, ‘দলের চাওয়া ম্যাচ জেতা। এখানে উইকেট, পরিস্থিতি ডিমান্ড করছে, ১৪০–১৫০; আমরা ও রকমই খেলছি। এখন যদি সিলেটে খেলি, অবশ্যই হাই স্কোরিং হবে। যে রকম পরিস্থিতি, এ রকম রিঅ্যাক্ট করতে হবে। এন্ড অব দ্য ডে ম্যাচ জিততে হবে।’

 

টস হেরে ব্যাট করতে নামা বাংলাদেশের শুরুটাও কাল ভালো হয়নি। ২৫ রানেই ৪ উইকেট হারিয়ে ফেলেছিল তারা। ওখান থেকে মেহেদী হাসান ও জাকেরের ৪৯ বলে ৫৩ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। ৪৮ বলে ৫৫ রানের অপরাজিত ইনিংসে ম্যাচসেরা হন জাকের।

কেমন রান করার পরিকল্পনা নিয়ে ব্যাটিংয়ে নেমেছিল বাংলাদেশ? জাকের উত্তরে বলেন, ‘আমরা তো ও রকম মানসিকতা নিয়ে এসেছি (লো স্কোরিং)। উইকেটের যে রকম কন্ডিশন, আমরা তো জানিই এখানে যে হাই স্কোরিং ম্যাচ হয় না। আমরা ও রকম পরিকল্পনা নিয়েই এগোচ্ছিলাম।’

 

তবে এখানে যে আরেকটু বেশি রান করা যেত, জাকেরের ছিল ওই বিশ্বাসও, ‘আজকে (গতকাল) উইকেটে আমার কাছে মনে হয়েছে ১৫৫–১৬০ হওয়া সম্ভব ছিল, যদি আমরা প্রোপার ব্যাটিং করতে পারতাম। আমি ব্যাটিংয়ে যাওয়ার আগে ক্যাপ্টেন বলে দিয়েছে, যেহেতু আমরা আর্লি উইকেট হারিয়েছি, ১৪০–এর জন্য যাও, ৬ রান কম ছিল আমাদের।’

 

শেষ পর্যন্ত ওই রানই যথেষ্ট হয়েছে বাংলাদেশের সিরিজ জয়ের জন্য। আগামীকাল শেষ ম্যাচে পাকিস্তানকে ধবলধোলাই করার সুযোগ জাকেরদের।

Commenti