‘মর্গে কানের দুল আর মাথার খোপা দেখে চিহ্নিত করি সায়মাকে’

Комментарии · 27 Просмотры

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে এখন পর্যন্ত

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে এখন পর্যন্ত ২৭ জন নিহত হয়েছে। এর মধ্যে রয়েছে প্রতিষ্ঠানটির তৃতীয় শ্রেণির শিক্ষার্থী সায়মা আক্তার।  

সায়মার গ্রামের বাড়ি গাজীপুরের কাউলতিয়া ইউনিয়নের বিপ্রবর্থা গ্রামে। তার বাবা শাহআলম প্রাণ-আরএফএল কোম্পানিতে চাকরির সুবাদে দিয়াবাড়ি এলাকায় থাকেন। তাদের মেয়ে সায়মা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের তৃতীয় শ্রেণিতে পড়াশোনা করতো। গতকালের আগুনে মারা যায় সায়মা। 

সেনাবাহিনীর সহায়তায় সিএমএইচ থেকে সায়মা আক্তারের মরদেহটি রাত ২টায় তার গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়। আজ বেলা ১১টায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ ঘটনায় তার গ্রামের বাড়িতে শোকের মাতম  চলছে।

সায়মার চাচাতো ভাই বলেন, আমরা ওকে বিভিন্ন হাসপাতালে খবর নিয়ে পায় নাই। পরে বরিশাল থেকে ওর বাবা আসে। আমরা সিএমএইচ হাসপাতালে কানের দুল ও মাথার খোপা দেখে তাকে চিহ্নিত করি।’

Комментарии