শিক্ষক মাহেরীনের বীরত্বে মুগ্ধ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

Comments · 6 Views

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সোমবারের ভয়াবহ প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় গভীর ?

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সোমবারের ভয়াবহ প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। একই সঙ্গে তিনি শিক্ষক মাহেরীন চৌধুরীর সাহসিকতার ভূয়সী প্রশংসা করেছেন।

আজ বুধবার (২৩ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে আনোয়ার ইব্রাহিম লিখেছেন, ‘ঢাকায় একটি স্কুলে প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার খবর পেয়ে আমার হৃদয় ভেঙে গেছে। অনেক প্রাণহানি ঘটেছে, যাদের বেশিরভাগই শিশু। আহত হয়েছেন শতাধিক।’

তিনি আরও লিখেছেন, ‘এই মর্মান্তিক ঘটনায় মাহেরীন চৌধুরী নামে এক শিক্ষকও প্রাণ হারিয়েছেন। তিনি প্রথমে শিক্ষার্থীদের নিরাপদে সরিয়ে নিয়ে যান এবং পরে আরও শিক্ষার্থীকে বাঁচাতে ধোঁয়া ও আগুনের মধ্যে আবারও ফিরে যান। তার অসাধারণ সাহস চিরস্মরণীয় হয়ে থাকবে।’

শোকবার্তায় আনোয়ার জানান, তিনি বাংলাদেশের মানুষের প্রতি সংহতি জানিয়ে নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে চিঠি লিখবেন।

আনোয়ার লেখেন, ‘শোকের এই সময়ে আমরা বাংলাদেশের পাশে আছি। আমরা প্রত্যেকটি হারানো প্রাণ ও বিধ্বস্ত প্রতিটি পরিবারের জন্য শোক প্রকাশ করছি।’

Comments