ট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের শিকদার দীঘি এলাকায় ট্রাকচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শুক্রবার (২৫ জুলাই) বিকেল ৫টায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, একটি দ্রুতগতির ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই তিন আরোহী মারা যান। তবে নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।
খবর পেয়ে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছুক্ষণ যান চলাচলে বিঘ্ন ঘটে।