গোল বাতিলের পর দর্শকের সাথে তর্কে জড়ালেন নেইমার

Comments · 2 Views

শেষ মুহূর্তে গোল করে উদযাপন করলেও তা বাতিল হয়ে যাওয়ায় ছিল হতাশা।

শেষ মুহূর্তে গোল করে উদযাপন করলেও তা বাতিল হয়ে যাওয়ায় ছিল হতাশা। এর সাথে যোগ হয় সান্তোসের হার। ইন্টারন্যাসিওনালের বিপক্ষে ম্যাচ শেষে তাই মেজাজ আর ধরে রাখতে পারেননি নেইমার৷ গ্যালারিতে গিয়ে এক সমর্থকের সঙ্গে লিপ্ত হন বচসায়।

 

 

 

গত শুক্রবার ইন্টারন্যাসিওনালের বিপক্ষে এক পর্যায়ে ২-০ গোলে পিছিয়ে ছিল সান্তোস। তবে ইনজুরি টাইমে আলভারো মার্টিন বাররিয়ালের গোলে দলটি ম্যাচে ফিরে সুযোগ তৈরি করে দলটি। অন্তিম সময়ে নেইমার বাঁ পায়ের শটে বল পোস্টের ভেতর প্রবেশ করেছে ধরে নিয়ে গোলের উদযাপন শুরু করে দেন।

 

 

 

ঘরের মাঠ সান্তোসের সমর্থকরাও তখন উল্লাসে মেতে ওঠেন। তবে তাদের ও নেইমারকে হতাশায় ডুবিয়ে রেফারি গোলটি বাতিল ঘোষণা করে দেন। কারণ, বলটি পুরোপুরি গোললাইন অতিক্রম করেনি বলে সিদ্ধান্ত দেন তিনি। পুরোই স্টেডিয়ামে তা ক্ষোভের জন্ম দেয়। ব্রাজিল তারকাও পারেননি আবেগ সামাল দিতে।

 

 

 

ম্যাচ শেষে দেখা যায়, নেইমার গ্যালারিতে এক দর্শকের দিকে তেড়ে যাচ্ছেন এবং হাত নেড়ে, তর্জনী তুলে কিছু বলার চেষ্টা করছেন। আর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, সাবেক বার্সেলোনা ফরোয়ার্ড কিছুটা উত্তেজিত অবস্থায় রয়েছেন। সেই সময়ে পাশে থাকা এক সতীর্থ নেইমারকে সরিয়ে নেন। তবে সেখান থেকে চলে যাওয়ার সময় তিনি ‘থাম্বস আপ’ দেখান সেই সমর্থককে।

 

 

 

এই ম্যাচ হেরে সান্তোস চলে গেছে ব্রাজিলিয়ান সেরি-আ’র রেলিগেশন জোনে। ফলে ৩৩ বছর নেইমারের তার বাল্যকালের ক্লাব সান্তোসে ফিরে আসার পর থেকে চিত্রটা কঠিনই রয়ে গেল। চলতি বছরের শুরুতে ক্লাবে ফেরার পর থেকে চোট, নিষেধাজ্ঞা, করোনায় আক্রান্ত হওয়া - সব মিলিয়ে মাঠে নিয়মিত না হতে পারার সাথে এবার যোগ হলো গোল বাতিলকে কেন্দ্র করে দর্শকের সাথে তর্কে জড়ানোর ঘটনাও।

Comments