নারায়ণগঞ্জে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা, স্বামী আটক

Mga komento · 12 Mga view

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পারিবারিক কলহের জেরে ইতি আক্তার নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ?

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পারিবারিক কলহের জেরে ইতি আক্তার নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী বিল্লাল হোসেনকে আটক করেছে পুলিশ।

গতকাল শুক্রবার (২৫ জুলাই) দিবাগত রাতে মিজমিজি বাতেনপাড়া এলাকায় ইব্রাহিম মিয়ার চারতলা ভবনের একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহীনুর আলম জানান, পারিবারিক কলহের জেরে স্বামী-স্ত্রীর প্রায়ই ঝগড়া হতো। রাতে তাদের দুইজনের মধ্যে কথা কাটাকাটির এক পযার্য়ে ঘরে থাকা রুটি বানানো বেলনি দিয়ে বিল্লাল পিটিয়ে স্ত্রীকে হত্যা করে। তার চিৎকারে পাশে থাকা ফ্ল্যাটের লোকজন এসে মরদেহ পরে থাকতে দেখে স্বামী বিল্লালকে আটক করে পুলিশ দেয়।

তিনি আরও জানায়, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। অভিযুক্ত স্বামীকে আটক করা হয়েছে।

Mga komento