আতলেতিকো ছেড়ে মেসির দলে দে পল

Comentarios · 17 Puntos de vista

ইউরোপীয় ফুটবলের পাঠ কি চুকিয়েই ফেললেন আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ ও কোপা আমেরিকা জয়ী তারকা?

বয়স মোটেও খুব বেশি হয়নি রদ্রিগো দে পলের। কেবল ৩১ বছর। তবে এই বয়সেই যেন ইউরোপের পাঠ চুকিয়ে ফেললেন আর্জেন্টাইন মিডফিল্ডার। আতলেতিকো মাদ্রিদ ছেড়ে তিনি যোগ দিলেন ইন্টার মায়ামিতে।

 

লা লিগার ক্লাবটি শুক্রবার এক বিবৃতিতে দে পলের সঙ্গে চুক্তি শেষের কথা জানিয়েছে।

 

“আতলেতিকো মাদ্রিদকে বিদায় জানিয়েছে রদ্রিগো দে পল এবং ইন্টার মায়ামিতে তিনি তার পেশাদার ক্যারিয়ার চালিয়ে যাবেন।”

 

যুক্তরাষ্ট্রের ক্লাবটিতে দে পল পাচ্ছেন জাতীয় দলের দীর্ঘদিনের সতীর্থ লিওনেল মেসিকে, যার সঙ্গে তিনি পেয়েছেন টানা দুটি কোপা আমেরিকা ও ২০২২ সালের বিশ্বকাপ জয়ের স্বাদ।

 

আতলেতিকোয় স্বদেশি কোচ দিয়েগো সিমেওনের কোচিংয়ে চার মৌসুমে সব মিলিয়ে প্রায় ২০০টি ম্যাচ খেলেছেন দে পল। এখানে কোনো শিরোপা জয়ের স্বাদ অবশ্য পাননি তিনি।

 

আর্জেন্টাইন ক্লাব রেসিংয়ের জার্সিতে ২০১২ সালে পেশাদার ফুটবলে যাত্রা শুরুর পর ভালেন্সিয়া ও উদিনেসেতেও খেলেছেন দে পল। এরপর যোগ দেন স্পেনের রাজধানীর ক্লাবটিতে। এবার তিনি বেছে নিলেন তুলনামূলক কম প্রতিদ্বন্দ্বিতার ফুটবল।

 

Comentarios