গাজায় অনাহারে মৃত্যু ১২৩, ইসরায়েলি হামলায় নিহত ৫২

تبصرے · 24 مناظر

সরায়েলের যুদ্ধ ও অবরোধের মধ্যে গাজায় অপুষ্টিজনিত কারণে আরও এক ফিলিস্তিনি শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে অপুষ্টি?

সরায়েলের যুদ্ধ ও অবরোধের মধ্যে গাজায় অপুষ্টিজনিত কারণে আরও এক ফিলিস্তিনি শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে অপুষ্টিতে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে পৌঁছেছে ৮৩ জনে। সব মিলিয়ে ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় অপুষ্টিজনিত (অনাহারে) কারণে মোট ১২৩ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে।

আলজাজিরার সংবাদদাতা জানিয়েছেন, শুক্রবার ভোর থেকে গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ৫২ জন নিহত হয়েছেন ও হতাহতের সংখ্যা বেড়েই চলেছে।

গাজায় ত্রাণ সংস্থা জিএইচএফ এর হয়ে কাজ করা একজন সাবেক মার্কিন সৈনিক বিবিসিকে জানিয়েছেন, তিনি নিজের চোখে দেখেছেন কীভাবে খাদ্য সহায়তা চাইতে আসা সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে। তার মতে, এগুলো যুদ্ধাপরাধ ছাড়া আর কিছুই নয়।

গাজায় মানবিক পরিস্থিতি চরম আকার ধারণ করায় আন্তর্জাতিক চাপ বাড়ছে। জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্যের নেতারা ইসরায়েলের প্রতি অবিলম্বে ক্ষুধাপীড়িত ফিলিস্তিনি ভূখণ্ডে ত্রাণ সরবরাহের ওপর থেকে অবরোধ প্রত্যাহার করার আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, গাজায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে ৫৯ হাজার ৬৭৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও এক লাখ ৪৩ হাজার ৯৬৫ জন। অন্যদিকে হামাস হামলায় ইসরায়েলে আনুমানিক এক হাজার ১৩৯ জন নিহত হয়েছিলেন ও ২০০ জনেরও বেশি মানুষকে বন্দি করা হয়েছিল
تبصرے