ভিয়েতনামে বাস দুর্ঘটনায় দুই শিশুসহ নিহত ১০

commentaires · 25 Vues

ধ্য ভিয়েতনামে একটি পর্যটন বাস দুর্ঘটনায় দুই শিশুসহ ১০ জন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি ?

কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, স্লিপার বাসটি রাজধানী হ্যানয় থেকে কেন্দ্রীয় শহর দা নাং-এর দিকে যাচ্ছিল। হা তিন প্রদেশে বাসটি রাস্তা থেকে সরে গিয়ে রাস্তার পাশের চিহ্নগুলোতে ধাক্কা খেয়ে উল্টে যায়। নিহত ১০ জনই ভিয়েতনামী নাগরিক। এদের মধ্যে পাঁচজন দেশীয় পর্যটক ছিলেন, যারা ছুটি কাটাতে দা নাং যাচ্ছিলেন।

রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, দক্ষিণ চীন সাগরের মুখোমুখি একটি প্রাক্তন ফরাসি ঔপনিবেশিক বন্দর শহর দা নাং দেশীয় ও আন্তর্জাতিক উভয় দর্শনার্থীদের জন্য একটি জনপ্রিয় গন্তব্য।

দুর্ঘটনায় বেঁচে যাওয়া এক যাত্রী স্থানীয় ড্যান ট্রাই নিউজ সাইটকে জানিয়েছেন, বাসটি উল্টে গেল... আমার শরীর ও হাত বিছানার পাশে থেঁতলে যাওয়ায় আমি উঠে বসতে পারছিলাম না। তিনি আরও বলেন, নিহত ও গুরুতর আহতদের মধ্যে অনেকেই বাসের সামনের দিকে অবস্থিত স্লিপার বাঙ্কে বসে ছিলেন। তারা জোরালো ধাক্কায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হন।

দুর্ঘটনার তদন্তের আহ্বান জানিয়েছেন ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চিন।

ভিয়েতনামে সড়ক দুর্ঘটনা বেশ সাধারণ ঘটনা। সরকারের জাতীয় পরিসংখ্যান অফিসের তথ্য অনুযায়ী, এই বছরের প্রথমার্ধে সড়ক দুর্ঘটনায় পাঁচ হাজার ২৪ জন নিহত হয়েছেন। অন্যদিকে ২০২৪ সালের একই সময়ে দুর্ঘটনায় নিহত হয়েছেন পাঁচ হাজার ৩৪৩ জন।

 

উল্লেখ্য, এই দুর্ঘটনাটি ঘটে উত্তর ভিয়েতনামের ইউনেস্কো-স্বীকৃত হা লং উপসাগরে একটি পর্যটক নৌকা ডুবে যাওয়ার মাত্র এক সপ্তাহ পর। সেই দুর্ঘটনায় ৩৮ জন ভিয়েতনামী পর্যটক ও ক্রু সদস্য নিহত হয়েছিলেন। উদ্ধারকারীরা এখনও নৌকা থেকে নিখোঁজ একজন যাত্রীর সন্ধান করছেন। গত সপ্তাহে টাইফুন উইফা দেশটির দিকে এগিয়ে আসার সময় ঘটে যাওয়া দেশের সবচেয়ে ভয়াবহ নৌকা দুর্ঘটনায় মাত্র ১০ জন বেঁচে গিয়েছিলেন।

commentaires