দর্শকের সঙ্গে তর্কে জড়ানোর ব্যাখ্যা দিলেন নেইমার

Komentari · 12 Pogledi

কেউ অন্যায়ভাবে অপমান করলে নিজেকে নিয়ন্ত্রণ করা কঠিন, বলছেন ব্রাজিলিয়ান তারকা।

ক্যারিয়ারে কঠিন সময়কে পেছনে ফেলার আশায় ফিরেছেন শৈশবের ক্লাব সান্তোসে, কিন্তু সেখানেও সময় ভালো কাটছে না নেইমারের। সবশেষ ম্যাচে হারের পর তো দলটির এক সমর্থকের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি। সেই ঘটনার পেছনের কারণ ব্যাখ্যা করেছেন ব্রাজিলিয়ান তারকা।

 

ব্রাজিলিয়ান সেরি আয় বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালের ম্যাচে ইন্তারনাসিওনালের বিপক্ষে ২-১ গোলে হারে সান্তোস। এতে দেশটির শীর্ষ লিগে অবনমন অঞ্চলে নেমে যায় তারা।

 

দুই গোলে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের প্রথম মিনিটে একটি শোধ করে সান্তোস। এর তিন মিনিট পর নেইমারের বাঁ পায়ের জোরাল শট ইন্তারনাসিওনাল গোলরক্ষকের হাত ছুঁয়ে পোস্টে লেগে বল পড়ে গোললাইনে। এরপর গোলরক্ষক নিয়ন্ত্রণে নেন বল।

নেইমার ভেবেছিলেন গোললাইন পেরিয়ে গেছে বল, তাই গোল ধরে নিয়ে খ্যাপাটে উদযাপন শুরু করে দেন তিনি। এমনকি লাথি মেরে কর্নার ফ্ল্যাগ ভেঙে ফেলেন।

কিন্তু গোল দেননি রেফারি। এতে হতাশ হয়ে পড়েন নেইমার। হাঁটু গেড়ে বসে রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ জানান তিনি। একটু পরই শেষ বাঁশি বাজান রেফারি।

 

সামাজিক মাধ্যমে আসা ভিডিওতে দেখা যায়, ম্যাচ শেষে মাঠ ছাড়ার আগে গ্যালারির কাছে গিয়ে সান্তোসের এক সমর্থকের সঙ্গে তর্ক করছেন নেইমার। তখন বেশ উত্তেজিত দেখাচ্ছিল তাকে। পরে সতীর্থ গোলরক্ষক গিয়ে সরিয়ে আনেন তাকে।

 

পরে গভীর রাতে ইনস্টাগ্রাম পোস্টে ৩৩ বছর বয়সী নেইমার লেখেন, কেউ অন্যায়ভাবে অপমান করলে নিজেকে নিয়ন্ত্রণ করা কঠিন।

 

“উত্তেজনার মুহূর্তে যখন আপনাকে অন্যায়ভাবে অপমান করা হয়, তখন অনুভূতি নিয়ন্ত্রণ করা কঠিন। মাঠের পারফরম্যান্স নিয়ে ভক্তরা যখন আমার সমালোচনা করবে, তখন তাদের সঙ্গে কখনও তর্ক করব না, কারণ আমি খারাপ খেলছি কি না, তা বলার অধিকার তাদের আছে এবং আমাকে দুয়ো দেওয়ার পূর্ণ অধিকার তাদের আছে!”

 

“তারা যা করতে পারে না তা হলো আমাকে ওইভাবে অপমান করা, যেমনটা করা হয়েছে।”

বাজেট ২০২৫-২৬ সমগ্র বাংলাদেশ বিশ্ব ক্রিকেট খেলা বাণিজ্য হ্যালো গ্লিটজ লাইফস্টাইল টেক সব খবর

 

 খেলা

দর্শকের সঙ্গে তর্কে জড়ানোর ব্যাখ্যা দিলেন নেইমার

কেউ অন্যায়ভাবে অপমান করলে নিজেকে নিয়ন্ত্রণ করা কঠিন, বলছেন ব্রাজিলিয়ান তারকা।

দর্শকের সঙ্গে তর্কে জড়ানোর ব্যাখ্যা দিলেন নেইমার

দর্শকের সঙ্গে নেইমারের উত্তপ্ত বাক্যবিনিময়ের সেই মুহূর্ত। ছবি: এক্স

স্পোর্টস ডেস্ক

 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

 

Published : 25 Jul 2025, 08:10 PM

 

42

Shares

facebook sharing buttontwitter sharing buttonsharethis sharing button

 

 

ক্যারিয়ারে কঠিন সময়কে পেছনে ফেলার আশায় ফিরেছেন শৈশবের ক্লাব সান্তোসে, কিন্তু সেখানেও সময় ভালো কাটছে না নেইমারের। সবশেষ ম্যাচে হারের পর তো দলটির এক সমর্থকের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি। সেই ঘটনার পেছনের কারণ ব্যাখ্যা করেছেন ব্রাজিলিয়ান তারকা।

 

ব্রাজিলিয়ান সেরি আয় বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালের ম্যাচে ইন্তারনাসিওনালের বিপক্ষে ২-১ গোলে হারে সান্তোস। এতে দেশটির শীর্ষ লিগে অবনমন অঞ্চলে নেমে যায় তারা।

 

দুই গোলে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের প্রথম মিনিটে একটি শোধ করে সান্তোস। এর তিন মিনিট পর নেইমারের বাঁ পায়ের জোরাল শট ইন্তারনাসিওনাল গোলরক্ষকের হাত ছুঁয়ে পোস্টে লেগে বল পড়ে গোললাইনে। এরপর গোলরক্ষক নিয়ন্ত্রণে নেন বল।

 

 

 

 

 

 

 

নেইমার ভেবেছিলেন গোললাইন পেরিয়ে গেছে বল, তাই গোল ধরে নিয়ে খ্যাপাটে উদযাপন শুরু করে দেন তিনি। এমনকি লাথি মেরে কর্নার ফ্ল্যাগ ভেঙে ফেলেন।

 

 

কিন্তু গোল দেননি রেফারি। এতে হতাশ হয়ে পড়েন নেইমার। হাঁটু গেড়ে বসে রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ জানান তিনি। একটু পরই শেষ বাঁশি বাজান রেফারি।

 

সামাজিক মাধ্যমে আসা ভিডিওতে দেখা যায়, ম্যাচ শেষে মাঠ ছাড়ার আগে গ্যালারির কাছে গিয়ে সান্তোসের এক সমর্থকের সঙ্গে তর্ক করছেন নেইমার। তখন বেশ উত্তেজিত দেখাচ্ছিল তাকে। পরে সতীর্থ গোলরক্ষক গিয়ে সরিয়ে আনেন তাকে।

 

পরে গভীর রাতে ইনস্টাগ্রাম পোস্টে ৩৩ বছর বয়সী নেইমার লেখেন, কেউ অন্যায়ভাবে অপমান করলে নিজেকে নিয়ন্ত্রণ করা কঠিন।

 

“উত্তেজনার মুহূর্তে যখন আপনাকে অন্যায়ভাবে অপমান করা হয়, তখন অনুভূতি নিয়ন্ত্রণ করা কঠিন। মাঠের পারফরম্যান্স নিয়ে ভক্তরা যখন আমার সমালোচনা করবে, তখন তাদের সঙ্গে কখনও তর্ক করব না, কারণ আমি খারাপ খেলছি কি না, তা বলার অধিকার তাদের আছে এবং আমাকে দুয়ো দেওয়ার পূর্ণ অধিকার তাদের আছে!”

 

“তারা যা করতে পারে না তা হলো আমাকে ওইভাবে অপমান করা, যেমনটা করা হয়েছে।”

 

 

 

 

 

সৌদি আরবের ক্লাব আল-হিলালে চোট জর্জরিত অধ্যায় শেষে গত জানুয়ারিতে সান্তোসে ফেরেন নেইমার। তবে মাঠের ফুটবলে জ্বলে উঠতে পেরেছেন তিনি কম সময়ই। এখানেও চোট তার পিছু ছাড়েনি। চোটে মাঠের বাইরে ছিটকে যেতে হয়েছে বারবার। এ যাত্রায় দলটির হয়ে এখন পর্যন্ত ১৫ ম্যাচ খেলে ৪ গোল করতে পেরেছেন বার্সেলোনা ও পিএসজির সাবেক এই ফরোয়ার্ড।

 

“যেদিন ভক্তরা মনে করবে যে, আমি আর দলকে সাহায্য করতে পারব না বা আমি যে কোনোভাবে ক্লাবের ক্ষতি করছি, আমিই প্রথমে আমার ব্যাগ গুছিয়ে চলে যাব! সান্তোস আমার সবচেয়ে বড় আবেগের একটি। যতক্ষণ আমার শক্তি থাকবে, এই ক্লাবের জন্য আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব। সান্তোসের যেখানে থাকা উচিত, সেখানে পৌঁছে দেওয়ার জন্য আমি দৌড়াব, লড়াই করব, চিৎকার করব, এমনকি প্রয়োজনে তর্কও করব।”

Komentari