এবার ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ওয়ালটন

Комментарии · 17 Просмотры

ক্যারিবিয়ান অঞ্চলের ১৬টি দ্বীপপুঞ্জে ওয়ালটন ব্র্যান্ডের পরিবেশক হিসেবে যুক্ত হয়েছে বার্বাডোসের ‘বারগেইন ??

বিশ্বের বিভিন্ন দেশে ব্যবসা সম্প্রসারণের ধারাবাহিকতায় এবার ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে যাত্রা শুরু করেছে বাংলাদেশি ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটন।

 

সম্প্রতি এ ব্র্যান্ডের পরিবেশক হিসেবে বার্বাডোসের কোম্পানি ‘বারগেইন ওয়্যারহাউজের’ সঙ্গে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ চুক্তি সই করেছে বলে শনিবার ওয়ালটন কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

 

ওয়ালটন হাই-টেকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান অর্থনৈতিক কর্মকর্তা মো. জিয়াউল আলম এবং বারগেইন ওয়্যারহাউজের ব্যবস্থাপনা পরিচালক মো. যুহেইর যায়ৌনি নিজ নিজ কোম্পানির পক্ষে স্বাক্ষর করেন।

ওয়ালটনের ‘গ্লোবাল বিজনেস’ শাখার সহসভাপতি আব্দুর রউফ বলেন, “চুক্তি অনুযায়ী ক্যারিবিয়ান অঞ্চলের ১৬টি দ্বীপপুঞ্জে ওয়ালটন ব্র্যান্ডের পরিবেশক হিসেবে যুক্ত হয়েছে বারগেইন ওয়্যারহাউজ। প্রাথমিক ধাপে বার্বাডোসে ওয়ালটন ব্র্যান্ডের স্প্লিট ও কমার্শিয়াল এসির প্রথম শিপমেন্ট পাঠানো হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য দ্বীপগুলোতেও ওয়ালটনের ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, হোম ও কিচেন অ্যাপ্লায়েন্স পণ্যসামগ্রীও পাঠানো হবে।”

 

তিনি বলেন, “এই অঞ্চলে ব্র্যান্ড বিজনেস চালুর মধ্য দিয়ে একদিকে ওয়ালটন পণ্যের সম্ভাবনাময় এক বড় বাজার তৈরি হল। অন্যদিকে উত্তর ও মধ্য আমেরিকাতেও ওয়ালটনের বৈশ্বিক বাজার সম্প্রসারণের পথ আরও সুগোম হবে।”

 

ওয়ালটন এসির প্রধান ব্যবসায়িক কর্মকর্তা মো. তানভীর রহমান বলেন, “উদ্ভাবনী ও সর্বাধুনিক প্রযুক্তি, টেকসই, বিদ্যুৎ সাশ্রয়ী, পরিবেশবান্ধব এবং মূল্য প্রতিযোগিতা সক্ষমতায় আন্তর্জাতিক বাজারে অন্যান্য ব্র্যান্ডের চেয়ে এগিয়ে রয়েছে ওয়ালটনের স্প্লিট, ভিআরএফ এবং চিলার টাইপ কর্মাশিয়াল এসি। যার প্রেক্ষিতে সিঙ্গাপুরের মতো উন্নত দেশগুলোতে ওয়ালটন এসির বৈশ্বিক বাজার প্রতিনিয়ত সম্প্রসারণ হচ্ছে।”

Комментарии