আমি একজন মুসলিম হিসেবে ফিলিস্তিনে ঘটে চলা মানবিক সংকটকে শুধু রাজনীতি দিয়ে ব্যাখ্যা করতে পারি না। এটি কেবল দুটি ভূখণ্ডের জন্য লড়াই নয়, বরং একটি দখলদারিত্ব, একটি নিপীড়নের বিরুদ্ধে নিরস্ত্র মানুষের বেঁচে থাকার সংগ্রাম।
ইসরাইলের সামরিক অভিযান ও ফিলিস্তিনের সাধারণ মানুষের ওপর চালানো প্রতিনিয়ত আগ্রাসন আমাদের হৃদয়ে গভীর ক্ষত তৈরি করে। প্রতিদিনের বোমা হামলা, শিশুদের কান্না, মসজিদ ধ্বংস আর ঘরবাড়িহীন মানুষের কষ্ট—এসব শুধু সংবাদ নয়, বরং উম্মাহর হৃদয়ে ব্যথার এক স্থায়ী চিহ্ন।
পবিত্র আল-কুদস মুসলিমদের প্রথম কিবলা। সেখানে মুসলিমদের উপস্থিতি ও স্বাধীনতা রক্ষা করা আমাদের ধর্মীয় দায়িত্বের অংশ।
*আল্লাহ বলেন:*
_“আর তোমরা দুর্বল হয়ো না এবং দুঃখিত হয়ো না, যদি তোমরা মুমিন হও, তবে তোমরাই বিজয়ী হবে।”_
(সূরা আল ইমরান, ৩:১৩৯)
আজকের দিনে প্রয়োজন দোয়া, ঐক্য, এবং সচেতনতা। ফিলিস্তিন শুধু একটি ভূখণ্ড নয়—এটি মুসলিম উম্মাহর সম্মানের প্রতীক।
*সমাপ্তি:*
ফিলিস্তিনের পাশে থাকা মানে নিপীড়িতের পাশে থাকা। একজন মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব সত্য ও ন্যায়ের পক্ষে কণ্ঠ তোলা, অন্তত দোয়ায় তাদের পাশে থাকা।