বিচ্ছেদের ৪ বছর পর ফের এক হচ্ছেন নাগা-সামান্থা!

Mga komento · 107 Mga view

দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় জুটি নাগা চৈতন্য ও সামান্থা রুথ প্রভুর বিচ্ছেদ হয়েছে প্রায় চার বছর আগে।

দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় জুটি নাগা চৈতন্য ও সামান্থা রুথ প্রভুর বিচ্ছেদ হয়েছে প্রায় চার বছর আগে। বিচ্ছেদের পর নাগা গাঁটছড়া বেঁধেছেন নতুন সঙ্গিনীর সঙ্গে। অন্যদিকে, পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে সামান্থার প্রেমের গুঞ্জনও উঠেছে। যদিও বিষয়টি নিয়ে এখন পর্যন্ত কিছু বলেননি অভিনেত্রী। তবে নতুন করে জল্পনা ছড়িয়েছে—আবারও কাছাকাছি আসছেন নাগা-সামান্থা।

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১০ সালে মুক্তি পাওয়া তেলুগু চলচ্চিত্র ‘ইয়ে মায়া চেসাভে’ ছবির সেটেই প্রেমে পড়েছিলেন এই দুই তারকা। দীর্ঘ সাত বছরের সম্পর্কে থাকার পর ২০১৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। সেই প্রেম ও ছবির প্রতি ভালোবাসা থেকে সামান্থা নিজের শরীরে ট্যাটু করিয়েছিলেন ‘ইয়ে মায়া চেসাভে’ লিখে।

তবে বিয়ের চার বছরের মাথায় বিচ্ছেদের সিদ্ধান্ত নেন তারা। বিচ্ছেদের পর সেই ট্যাটুও মুছে ফেলেন সামান্থা। কিন্তু ভাগ্য যেন আবার সেই ছবিকেই সামনে এনে দাঁড় করাচ্ছে তাদের!

জানা গেছে, চলতি বছরের ১৮ জুলাই ফের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘ইয়ে মায়া চেসাভে’। দক্ষিণী চলচ্চিত্র জগতের গুঞ্জন, এই পুনর্মুক্তিকে ঘিরে আয়োজিত প্রচার কার্যক্রমে একসঙ্গে দেখা যেতে পারে নাগা চৈতন্য ও সামান্থাকে। বিচ্ছেদের পর এটিই হতে পারে তাদের প্রথম একসঙ্গে প্রকাশ্যে আসা।

তবে এখনো নিশ্চিত নয়, প্রচারে একসঙ্গে অংশ নেবেন কিনা তারা। তবু অনুরাগীদের আশা, পুরোনো সেই স্মৃতি নিয়ে হয়তো আবারও একফ্রেমে দেখা মিলবে নাগা-সামান্থার।

Mga komento