কেন্দ্রীয় কমিটি বাদে সারাদেশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব কমিটির কার্যক্রম স্থগিত

Komentari · 21 Pogledi

বাংলাদেশের বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য ঘাটতি কমাতে এয়ারক্রাফট, তুলা

কেন্দ্রীয় কমিটি বাদে সারাদেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি স্থগিত করেছে জুলাই অগাস্টে আন্দোলনের নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের এই প্লাটফর্মটি।

 

বিকেলে শাহবাগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রিফাত রশীদ।

 

শনিবার রাতে ঢাকার গুলশানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নেত্রী ও সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় গিয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাঁচজন নেতাকর্মী আটক হন।

 

এর প্রেক্ষিতে তাদেরকে আগেই সংগঠন থেকে বহিষ্কার করা হয়। রোববারের সংবাদ সম্মেলনে দলটির কেন্দ্রীয় কমিটি জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামে সারাদেশে চাঁদাবাজি অপকর্ম অনেকদিন ধরে হয়ে আসছে।

 

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি রিফাত রশিদ বলেন, “গতকালের ঘটনা ও সারাদেশের বিভিন্ন ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে ব্যবহার করে নামে বেনামে অনেক ধরনের অপকর্ম করার চেষ্টা করা হয়েছে এবং হচ্ছে”।

 

তিনি বলেন, “এই কমিটিগুলো যখন গঠন করা হয়েছিল তখন দায়িত্বে যারা ছিলেন তারা বিভিন্ন রাজনৈতিক দল ও মতের মধ্যে চলে গেছে। জুলাই অভ্যুত্থানের যোদ্ধা যারা তারাও বিপথগামী হয়েছে। এর মধ্যে দিয়ে তাদের মধ্যে দুর্নীতির বিষয়গুলো আমরা লক্ষ্য করেছি”।

 

মি. রশিদ বলেন, ''এই মুহূর্তে আমাদের পক্ষে দৃশ্যমানভাবে নিয়ন্ত্রণ করা প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তাই অর্গানোগ্রামের জরুরি মিটিং ডাকা হয়েছিল। তাদের সম্মিলিত সিদ্ধান্ত অনুযায়ী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি ব্যতীত, সারাদেশের সকল কমিটির কার্যক্রম আজকে থেকে আনুষ্ঠানিকভাবে স্থগিত করা হচ্ছে”।

 

তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আগামী কার্যক্রম কিভাব পরিচালিত হবে সেটা নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

Komentari