*সুন্দরবন: প্রকৃতির অনন্য রত্নের বর্তমান অবস্থা*
*ব্লগ:*
সুন্দরবন — বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন, আমাদের বাংলাদেশের গর্ব। বাঘ, হরিণ, কুমিরসহ নানা প্রাণীর আবাসস্থল এই বন বর্তমানে নানা হুমকির মুখে রয়েছে।
বনের আয়তন ও জীববৈচিত্র্য দিনে দিনে কমে যাচ্ছে বন উজাড়, নদী দখল, জলবায়ু পরিবর্তন ও মানুষের অনিয়ন্ত্রিত প্রবেশের কারণে। ঘূর্ণিঝড় ও লবণাক্ততার মাত্রা বেড়ে যাওয়ায় গাছের বৃদ্ধি কমে গেছে। রামপাল বিদ্যুৎকেন্দ্র নিয়েও পরিবেশবিদদের উদ্বেগ এখনো রয়ে গেছে।
তবে সরকারি ও বেসরকারি পর্যায়ে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। কমিউনিটি প্যাট্রোল, বন সংরক্ষণ অভিযান ও সচেতনতা বৃদ্ধির কাজ চললেও তা আরও জোরদার করা প্রয়োজন।
সুন্দরবন টিকিয়ে রাখতে হলে এখনই কার্যকর উদ্যোগ নিতে হবে, নয়তো ভবিষ্যৎ প্রজন্ম হয়তো এই অনন্য প্রাকৃতিক ঐতিহ্য কেবল গল্পেই জানবে।
*হ্যাশট্যাগ:*
#Sundarbans #SaveSundarbans #BangladeshNature #MangroveForest #ClimateCrisis #EcoConservation #ProtectWildlife #SundarbanFacts #GreenBangladesh