পাকিস্তানে কেন বাঘ আর সিংহ পোষার হিড়িক?

Comments · 0 Views

পাকিস্তানের অন্যতম বড় শহর লাহোরের উপকণ্ঠে একটা ফার্মহাউসের আশপাশে একটা অদ্ভুত গন্ধ পাওয়া যায়।

ভেতরে প্রবেশ করলেই অবশ্য কারণটা স্পষ্ট হয়ে যায়। এখানে ২৬টি সিংহ, বাঘ আর তাদের সন্তান-সন্ততিরা থাকে। সঙ্গে থাকেন এদের মালিক মি. ফায়াজ।

 

তিনি বলছিলেন, বৃষ্টি পরে মাটিটা কাদা কাদা হয়ে গেছে।

 

"পশুরা এখানে আরামেই আছে। ওরা আমাকে দেখেই কাছে চলে আসে, খাবার খায়। আক্রমণ করে না অবশ্য," বলছিলেন মি. ফায়াজ। তবে যেই তিনি এই কথাগুলো বললেন, ঠিক তখনই খাঁচায় বন্দি একটা সিংহ গর্জন করে উঠল। তখন অবশ্য মি. ফায়াজ বললেন, "এ একটু আক্রমণাত্মক, ওর প্রকৃতিটাই এরকম।" বাঘ আর সিংহদের সঙ্গে মি. ফায়াজের খুব মধুর সম্পর্ক।

 

সাধারণ মানুষ তো কুকুর-বেড়াল এসব পুষেই থাকেন, তবে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে 'বিগ ক্যাটস' অর্থাৎ সিংহ, বাঘ বা চিতা পোষার চল আছে।

 

সপ্তাহ দুয়েক আগে লাহোরে এরকমই একটি 'গৃহপালিত' সিংহ এক নারী ও দুটি শিশুর ওপরে হামলা করার পরে সাধারণ মানুষ অসন্তুষ্ট হন।

 

আবার বেআইনিভাবে বাঘ-সিংহ যারা পুষছেন, তাদের বিরুদ্ধে একটা বিশেষ অভিযান শুরু করেছে সরকারও।

Comments