হাতে বানানো এয়ার কুলার বসিয়ে গরম থেকে বাঁচার চেষ্টা আফগানিস্তানের ট্যাক্সিচালকদের

Bình luận · 7 Lượt xem

আফগানিস্তানের ভীষণ গরম একটি শহরে ট্যাক্সিগুলোর ছাদে এখন পুরানো-ধুলোমাখা ড্রাম এবং তার সঙ্গে লাগানো মোটা প?

দেখতে অদ্ভুত লাগলেও এগুলো হলো মূলত হাতে তৈরি এয়ার কুলার, প্রচণ্ড গরম থেকে রেহাই পেতে যেগুলো ট্যাক্সিচালকেরা নিজেরাই বানিয়েছেন।

 

দেশটির দক্ষিণাঞ্চলের শহর কান্দাহারে তাপমাত্রা প্রায়ই ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। কিন্তু চালকেরা আফসোস করে বলেন, এই গরমের মধ্যে গাড়ির এসি প্রায়ই নষ্ট হয়ে যায়।

 

বার্তা সংস্থা এএফপিকে আব্দুল বারী নামক এক ট্যাক্সিচালক বলেন, "এই এয়ারকুলার এসির চেয়ে ভালো কাজ করে। এসি তো শুধু গাড়ির সামনের অংশ ঠাণ্ডা করে। কিন্তু এই কুলার পুরো গাড়ির ভেতরে বাতাস ছড়িয়ে দেয়।"

এএফপি'র এক ভিডিওতে দেখা যায়, মি. বারী আঠালো টেপ দিয়ে কুলারের মোটা পাইপ, যেটি দিয়ে ঠান্ড বাতাস আসতে পারবে, সেটি গাড়ির জানালায় লাগাচ্ছেন। আর এসময় একজন সহকারী ছাদে উঠে কুলারের মূল অংশটি ঠিক করছেন।

 

Bình luận