যুক্তরাষ্ট্রে বাড়ছে বাংলাদেশের তৈরি পোশাকের চাহিদা

Bình luận · 6 Lượt xem

ত্র এক বছরের ব্যবধানে চলতি জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক রপ্তানিতে চীন-ভিয়েতনামের চেয়ে দ্বিগ

ত্র এক বছরের ব্যবধানে চলতি জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক রপ্তানিতে চীন-ভিয়েতনামের চেয়ে দ্বিগুণের বেশি প্রবৃদ্ধি অর্জন করেছে বাংলাদেশ।

গতকাল মঙ্গলবার (১১ মার্চ) যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলের (অটেক্সা) হালনাগাদ তথ্যের উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।

বিজিএমইএ জানায়, চলতি বছরের জানুয়ারিতে মার্কিন বাজারে ৭৯ কোটি ৯৭ লাখ ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ। এক বছর আগের তুলনায় ৪৫ দশমিক ৯৩ শতাংশ বেশি। গত বছরের জানুয়ারিতে এর পরিমাণ ছিল ৫৪ কোটি ৮০ লাখ ডলার।

একই সময়ে চীন ও ভিয়েতনাম মার্কিন বাজারে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি লাভ করেছে মাত্র ১৩ দশমিক ৭২ শতাংশ ও ১৯ দশমিক ৯০ শতাংশ। আর প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তান মার্কিন বাজারে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি করেছে যথাক্রমে ৩৩ দশমিক ৬৪ শতাংশ ও ১৭ দশমিক ৫০ শতাংশ।

Bình luận