চাকরি ও টিউশনির উপার্জনের পাশাপাশি সঞ্চয়পত্রের মুনাফা থেকে তার যে আয় হতো সেটি দিয়ে মোটামুটিভাবে তার সংসারের ব্যয় নির্বাহ হতো।
এ বছরের জুলাই থেকে আগামী ছয় মাসের জন্য সঞ্চয়পত্রে মুনাফার হার কমিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। সঞ্চয়পত্রে সুদের হার কমানোর বিষয়টি নিয়ে বেশ ক্ষুব্ধ স্কুল শিক্ষক মি. শফিউল্লাহ।
বিবিসি বাংলাকে তিনি বলছিলেন, "খুব হিসাবের সংসার আমার। এখন যদি আমার উপার্জন এক হাজার টাকাও কমে তখন পরিবারের খরচ, মায়ের ওষুধ কেনা ও অন্যান্য ব্যয় আমি কিভাবে মেটাব? এটা তো মধ্যবিত্তের ওপর জুলুম"।
যদিও সরকার যে সুদহার কমিয়েছে, সেটা তার আগে কেনা সঞ্চয়পত্রের ক্ষেত্রে আপাতত কোনো পরিবর্তন আনবে না। তবে তিনি নতুন করে সঞ্চয়পত্র কিনলে বা পুনঃবিনিয়োগ করলে নতুন হার প্রযোজ্য হবে।