জিমে হৃদ্‌রোগে আক্রান্ত হন রাহুল, তাঁকে নিয়ে কী বলছেন দুই ভাই?

Comments · 1 Views

ক ব্যান্ড ‘ওন্ড’-এর ভোকালিস্ট, বেজিস্ট ও সাউন্ড ইঞ্জিনিয়ার এ কে রাতুলকে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে তাঁর প্রয়??

ক ব্যান্ড ‘ওন্ড’-এর ভোকালিস্ট, বেজিস্ট ও সাউন্ড ইঞ্জিনিয়ার এ কে রাতুলকে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে তাঁর প্রয়াত বাবা, চলচ্চিত্র অভিনেতা জসীমের কবরে।

রোববার বিকেলে উত্তরার একটি জিমে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান রাতুল। পরদিন সোমবার সকালে বনানী কবরস্থানে দাফন সম্পন্ন হয়।

ভাই হারিয়ে শোকস্তব্ধ রাতুলের দুই ভাই এ কে সামী ও এ কে রাহুল। বাবা জসীমের কবরেই ভাইকে দাফনের পর সকালে সামাজিক মাধ্যমে হৃদয়ভাঙা দুটি পোস্ট করেন তারা। ছোট ভাই সামী লেখেন, ‘আমি মাত্রই ছোট ভাইটাকে সমাহিত করে এলাম।’

আর বড় ভাই রাহুল শেয়ার করেন একটি পুরোনো ছবি—নায়ক জসীম কোলে নিচ্ছেন ছোট্ট রাতুলকে, দুজনেই হাসিমুখে। ক্যাপশনে তিনি লেখেন, ‘একসঙ্গে থেকো।’

২০১৪ সালে প্রকাশিত ‘ওন্ড’ ব্যান্ডের প্রথম অ্যালবাম ‘ওয়ান’ এবং ২০১৭ সালের ‘টু’ দিয়ে শ্রোতাদের মধ্যে পরিচিতি পান রাতুল। ২০২১ সালে আসে ইপি ‘এইটিন’।

‘ওন্ড’ ছাড়াও তিনি যুক্ত ছিলেন অর্থহীনের ‘ফিনিক্সের ডায়েরি-১’ প্রজেক্টের সাউন্ড ডিজাইনে। তিন ভাইয়ের মধ্যে রাতুল ছিলেন মেজ। বড় ভাই সামী ‘ওন্ড’-এর ড্রামার, ছোট ভাই রাহুল যুক্ত ছিলেন ‘ট্রেনরেক’ ও ‘পরাহো’ ব্যান্ডের সঙ্গে।

রাতুলের অকালপ্রয়াণে হিপহপ ও রক সংগীতজগতে শোকের ছায়া নেমে এসেছে।

Comments