নরসিংদীতে শীর্ষ সন্ত্রাসীর সহযোগী দুই নারী আটক

Comments · 0 Views

রসিংদীর রায়পুরা উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সোহেল মিয়ার সহযোগী দুই নারীকে আটক ??

রসিংদীর রায়পুরা উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সোহেল মিয়ার সহযোগী দুই নারীকে আটক করেছে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৮ জুলাই) দুপুরে সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) বায়েজিদ বিন মনসুর এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেন।

বায়েজিদ বিন মনসুর বলেন, গত ২৭ জুলাই (রোববার) দিনভর শ্রীনগর ইউনিয়নের মধ্যপাড়া এলাকায় রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল মাহমুদের নেতৃত্বে একটি ব্যাপক অভিযান চালানো হয়। বর্তমানে এলাকার পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। সোহেলের সহযোগীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

সহকারী পুলিশ সুপার জানান, এই অভিযানে একটি চায়না রাইফেল, একটি একনলা বন্দুক, পাঁচ রাউন্ড তাজা কার্তুজ, ১৪টি খালি খোসা, একটি রামদা, একটি লোহার পাইপ ও একটি শীতলপাটি উদ্ধার করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন– ফিরোজা বেগম (৪৫) ও রাজিয়া খাতুন (৫০)। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, উদ্ধার হওয়া অস্ত্রগুলো সম্প্রতি গ্রেপ্তার হওয়া শীর্ষ সন্ত্রাসী সোহেল মিয়ার। আটকদেরকে পরবর্তী আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠানো হবে।

Comments