ইসলামী আন্দোলনের মহাসমাবেশে প্রতিনিধি পাঠালো জামায়াত-এনসিপি

التعليقات · 46 الآراء

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজিত জাতীয় মহাসমাবেশে যোগ দিয়েছে জামায়াত ও এনস

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজিত জাতীয় মহাসমাবেশে যোগ দিয়েছে জামায়াত ও এনসিপির প্রতিনিধিদল।

আজ শনিবার (২৮ জুন) দুপুরে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধিদল মহাসমাবেশে যোগ দেয়।

অপর দিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আকতার হোসেনের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল মহাসমাবেশে যোগ দেয়।

প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, অতীতের গণহত্যায় জড়িতদের বিচার ও পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এ মহাসমাবেশ করছে। 

আরও পড়ুন
মহাসমাবেশে আসার পথে সড়কে ঝরল ছয় প্রাণ, আমিরের শোক
মহাসমাবেশে আসার পথে সড়কে ঝরল ছয় প্রাণ, আমিরের শোক
২৮ জুন, ২০২৫
 

 

এ উপলক্ষে সকাল থেকেই সমাবেশস্থলে দলটির নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেন। দুপুর ২টা থেকে সমাবেশের মূলপর্ব শুরু হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ গত বছরের জুলাই অভ্যুত্থানের পর থেকে এসব দাবিতে দেশব্যাপী প্রচারণা ও গণসংযোগ চালিয়ে আসছে। দলটির পক্ষ থেকে জানানো হয়, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এই আন্দোলনের প্রতি ব্যাপক জনসমর্থন সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন
‘জুলাইয়ের সাহসী সন্তানদের স্মরণে বিএনপির ৩৬ দিনের কর্মসূচি’
‘জুলাইয়ের সাহসী সন্তানদের স্মরণে বিএনপির ৩৬ দিনের কর্মসূচি’
২৮ জুন, ২০২৫
 

 

সমাবেশে ফ্যাসিবাদবিরোধী এবং পিআর পদ্ধতির পক্ষে থাকা বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে বলে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে।

التعليقات