প্রাণহানি কমাতে উদ্ধার তৎপরতা বাড়ানোর নির্দেশ শি জিনপিংয়ের

Yorumlar · 2 Görüntüler

প্রবল বৃষ্টিপাত ও বন্যায় চীনের রাজধানী বেইজিংয়ে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। বেইজিংয়ের উত্তরাঞ্চলের পার্বত্

প্রবল বৃষ্টিপাত ও বন্যায় চীনের রাজধানী বেইজিংয়ে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। বেইজিংয়ের উত্তরাঞ্চলের পার্বত্য জেলাগুলোর মধ্যে মিয়ুন জেলায় ২৮ জন এবং ইয়ানচিং জেলায় ২ জন মারা গেছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা শিনহুয়া মঙ্গলবার (২৯ জুলাই) এ তথ্য জানিয়েছে।

রাজধানী বেইজিংয়ে আজ মঙ্গলবার (২৯ জুলাই) সবচেয়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যেখানে কিছু এলাকায় ৩০০ মিমি পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। 

সিনহুয়া জানায়, গত সপ্তাহ থেকে শুরু হওয়া প্রবল বর্ষণ সোমবার বেইজিং ও আশপাশের প্রদেশগুলোতে আরও তীব্র হয়। বেইজিংয়ের উত্তরাঞ্চলে সর্বোচ্চ ৫৪৩ মিমি (২১.৩ ইঞ্চি) বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

চীনের রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র সিসিটিভি জানায়, বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা থেকে ৮০ হাজারের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। এতে বহু রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্তত ১৩৬টি গ্রামে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

প্রতিবেদন অনুযায়ী, বেইজিংয়ের মিয়ুন জেলার একটি জলাধারে পানির স্তর ১৯৫৯ সালে নির্মাণের পর সর্বোচ্চ উচ্চতায় পৌঁছানোয় সেখান থেকে পানি ছাড়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। স্থানীয়দের নদীর কাছাকাছি না যেতে সতর্ক করা হয়েছে, কারণ পানির স্তর বাড়ছে এবং আরও ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সোমবার রাতে ‘প্রাণহানি কমাতে সর্বাত্মক উদ্ধার তৎপরতা’ চালানোর নির্দেশ দিয়েছেন। কর্তৃপক্ষ লোকজনকে ঘরের ভিতরে থাকার নির্দেশ দিয়েছে, স্কুল বন্ধ করা হয়েছে, নির্মাণকাজ স্থগিত করা হয়েছে এবং সব ধরনের আউটডোর পর্যটন ও অন্যান্য কার্যক্রম জরুরি সতর্কতা প্রত্যাহার না হওয়া পর্যন্ত স্থগিত রাখা হয়েছে।

বেইজিং থেকে প্রায় ১০০ কিলোমিটার উত্তর-পূর্বে তাইশিতুন শহরে সোমবার রাস্তাগুলো কাদা ও পানিতে ঢেকে গিয়েছিল। গাছ উপড়ে পড়ে ছিল, যার মূল মাটির বাইরে বের হয়ে এসেছিল—এপি সংবাদ সংস্থা জানায়।

স্থানীয় বাসিন্দা ঝুয়াং ঝেলিন বলেন, ‘বন্যা হঠাৎ করেই চলে এলো, একেবারে ঝড়ের মতো। মুহূর্তের মধ্যেই সব জায়গা পানিতে ভরে গেল।’ তিনি তার পরিবারের সঙ্গে মাটি সাফ করছিলেন, যা তাদের নির্মাণসামগ্রীর দোকানে জমে গিয়েছিল।

Yorumlar