রাশিয়ার ভূমিকম্পের জেরে জাপানে ৩০ সেন্টিমিটারের সুনামি ঢেউ

Комментарии · 12 Просмотры

রাশিয়ার পূর্ব উপকূলে আঘাত হানা দশকের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পের জেরে জাপানের উত্তরাঞ্চলীয় হোক্কাইদো প?

রাশিয়ার পূর্ব উপকূলে আঘাত হানা দশকের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পের জেরে জাপানের উত্তরাঞ্চলীয় হোক্কাইদো প্রিফেকচারের উপকূলে সুনামি ঢেউ আছড়ে পড়েছে। স্থানীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে এই তথ্য জানিয়েছে। প্রাথমিকভাবে ৮ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প বলা হলেও, যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) পরে এর মাত্রা ৮.৮ নির্ধারণ করেছে। ভূমিকম্পের পর রাশিয়া, জাপান ও যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশে সুনামি সতর্কতা জারি করা হয়।

জাপানের প্রধান মন্ত্রিপরিষদ সচিব ইয়োশিমাসা হায়াশি জানিয়েছেন, এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, হোক্কাইদোর উত্তর-পূর্বাঞ্চলের নেমুরো বন্দরে প্রায় ৩০ সেন্টিমিটার (১২ ইঞ্চি) উচ্চতার সুনামি ঢেউ আঘাত হেনেছে। অন্য কিছু অঞ্চলেও ৩০ থেকে ৪০ সেন্টিমিটার উচ্চতার ঢেউ লক্ষ্য করা গেছে।

জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা বলেছেন, "পরিস্থিতি মূল্যায়নের কাজ চলছে। উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে মানুষের জীবনকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।" তিনি আরও বলেন, যারা সুনামির ঝুঁকিপূর্ণ এলাকায় আছেন এবং যাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, তারা যেন দ্রুত উঁচু স্থানে চলে যান এবং উপকূলীয় এলাকা থেকে দূরে থাকেন।

ভূমিকম্পটি রাশিয়ার কমচাটকা উপদ্বীপের উপকূলে আঘাত হেনেছিল।

Комментарии