সাইফ একজন সাধারণ, সৎ, নীতিবান মানুষ। আয়াতকে এক ভয়ঙ্কর পরিস্থিতি থেকে রক্ষা করতে গিয়ে সে এমন এক দায় নিজের কাঁধে তুলে নেয়, যা সে করেনি। ক্ষমতাবান দুর্নীতিবাজ আমজাদ চৌধুরী আয়াতকে ধর্ষণের চেষ্টা করে, সেখান থেকে শুরু হয় মূল গল্প। মাহমুদুর রহমান হিমি পরিচালিত ঈদের নাটক ‘মিথ্যে প্রেমের গল্প’। চিত্রনাট্য লিখেছেন দয়াল সাহা। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নাজনীন নাহার নিহা ও ফারহান আহমেদ জোভান।
নাজনীন নাহার নিহা বলেন, আয়াত চরিত্রে কাজ করা খুব আবেগঘন অভিজ্ঞতা। একটা মেয়ে নিজের সম্মান বাঁচাতে যে ভুল করে ফেলে, কিন্তু সত্যি বলতে পারে না, এই দ্বন্দ্বটা ভেতরে ভেতরে কুঁড়ে খায়। শানের আত্মত্যাগের পর আয়াতের চোখ খুলে যায়, কিন্তু তখন খুব দেরি হয়ে গেছে। এ গল্পটা আমাকে মানসিকভাবে নাড়িয়ে দিয়েছে।
কাজটি প্রসঙ্গে ফারহান আহমেদ জোভান বলেন, সাইফ চরিত্রটা আমার জন্য একেবারেই ব্যতিক্রম। খুব শান্ত, গম্ভীর কিন্তু ভালোবাসার জন্য জীবন দিতেও দ্বিধা করে না। অভিনয়ের সময় নিজেকে চরিত্রটার সঙ্গে একাত্ম করে ফেলেছিলাম। দর্শক এটা দেখলে কাঁদবেন, ভাববেন, এমন ভালোবাসা আজকাল কোথাও দেখা যায় না।
পরিচালক মাহমুদুর রহমান হিমি বলেন, ভালোবাসা মানে কেবল প্রেমকাহিনি নয়, তাতে থাকে বিশ্বাস, আত্মত্যাগ আর একটি সময়ের পরিণতি। ‘মিথ্যে প্রেমের গল্প’ বলতে চায় সেই সব মানুষদের কথা, যারা ভালোবাসার জন্য নিঃশব্দে জীবন দিয়ে দেয়, অথচ সমাজ তাদের গল্প কখনো শোনে না। সত্য, প্রেম, আত্মত্যাগ আর অপরাধবোধে গড়া এই নাটক যেন প্রশ্ন তোলে, একটা জীবন দিয়ে ভালোবাসা প্রমাণ করলেই কি সব ঠিক হয়ে যায় ? উত্তর মিলবে ১৯ জুন ‘মিথ্যে প্রেমের গল্প’তে। এদিন সন্ধ্যায় এটি মুক্তি পাবে ক্যাপিটাল ড্রামা নামের ইউটিউব চ্যানেলে।
Aramak
popüler gönderiler
-
পেট ফাঁপা থেকে মুক্তি পেতে কী খাবেনTarafından Tariqul Islam
-
৫ উইকেট হারিয়ে বিপাকে শ্রীলঙ্কাTarafından juai
-
-
-
মন ছুঁয়ে গেল আমিরের ‘সিতারে জমিন পর’Tarafından Abid Hasan