এতিমদের হাসিমুখে বর্ষপূর্তির আনন্দ খুঁজে নিল কালের কণ্ঠ

Komentari · 23 Pogledi

প্রতিষ্ঠাবার্ষিকীর চিরাচরিত চাকচিক্যময় আয়োজন থেকে বেরিয়ে এক অন্যরকম মানবিক দৃষ্টান্ত স্থাপন করল ‘কালের কণ

প্রতিষ্ঠাবার্ষিকীর চিরাচরিত চাকচিক্যময় আয়োজন থেকে বেরিয়ে এক অন্যরকম মানবিক দৃষ্টান্ত স্থাপন করল ‘কালের কণ্ঠ মাল্টিমিডিয়া’। নিজেদের প্রথম বর্ষপূর্তির আনন্দটুকু সমাজের সুবিধাবঞ্চিত এতিম শিশুদের সঙ্গে ভাগ করে নিল প্রতিষ্ঠানটি।

মঙ্গলবার (১ জুলাই) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার সালান্দর ইউনিয়নের কালিতলা বাজার এতিমখানার শিশুদের জন্য আয়োজন করা হয় ঠাকুরগাঁও জেলার পক্ষ থেকে একবেলা উন্নত মানের খাবারের। এসময় মাংসের গন্ধে আর শিশুদের নির্মল হাসিতে মুখর হয়ে ওঠে পুরো এতিমখানা চত্বর।

 

দুপুরের দিকে কালিতলা বাজার এতিমখানায় গিয়ে দেখা যায় এক ভিন্ন চিত্র। সারিবদ্ধভাবে বসে আছে প্রায় অর্ধশতাধিক শিশু। রুটিন খাবারের বাইরে এমন আয়োজন পেয়ে শিশুরা তৃপ্তি সহকারে খাবার গ্রহণ করে। তাদের এই অনাবিল আনন্দই যেন হয়ে ওঠে কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার বর্ষপূর্তির সেরা উপহার।

অনুষ্ঠানে উপস্থিত হয়ে এই মহৎ উদ্যোগকে স্বাগত জানান ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক (ডিসি) ইসরাত ফারজানা এবং পুলিশ সুপার (এসপি) শেখ জাহিদুল ইসলাম। তারা পৃথক শুভেচ্ছা বার্তায় কালের কণ্ঠের এই সামাজিক দায়বদ্ধতামূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন।

Komentari