ময়মনসিংহ পুলিশ রেঞ্জে অনলাইন সেবা চালু

تبصرے · 10 مناظر

ময়মনসিংহ পুলিশ রেঞ্জের অধীনে থাকা ৩৬টি থানায় একযোগে চালু হয়েছে অনলাইন সাধারণ ডায়েরি (জিডি) সেবা।

ময়মনসিংহ পুলিশ রেঞ্জের অধীনে থাকা ৩৬টি থানায় একযোগে চালু হয়েছে অনলাইন সাধারণ ডায়েরি (জিডি) সেবা। চালুর প্রথম দিনেই সেবাটি পেয়েছে সাড়া। গত ১২ ঘণ্টায় থানাগুলোতে ১৭৫টি জিডি করা হয়েছে। এর মধ্যে ২২টি জিডি দায়ের হয়েছে ঘরে বসে স্মার্টফোন ব্যবহার করে, অনলাইনের মাধ্যমে।

বুধবার (২ জুলাই) সকালে ময়মনসিংহ রেঞ্জের উপমহা পুলিশ পরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ আতাউল কিবরিয়া এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, জনগণের জন্য পুলিশি সেবা সহজ ও দ্রুতগামী করতে সিলেট ও চট্টগ্রামের পর এবার ঢাকা ও ময়মনসিংহ রেঞ্জের সব থানায় ১ জুলাই থেকে অনলাইন জিডি সেবা চালু হয়েছে। এতে সেবা প্রার্থীদের সময়, ভোগান্তি ও হয়রানি অনেকটাই কমে আসবে বলে আশা করা যাচ্ছে।

ডিআইজি আরও বলেন, “এই ডিজিটাল সেবার মাধ্যমে ঘরে বসেই দেশের যেকোনো প্রান্ত থেকে ভুক্তভোগীরা পুলিশের সহায়তা নিতে পারবেন।”

news24bd.tv/এআর

تبصرے