আগস্টে নেপাল বা নেদারল্যান্ডসের সঙ্গে সিরিজ খেলতে পারে বাংলাদেশ

التعليقات · 12 الآراء

এশিয়া কাপের এখনো মাস দেড়েক বাকি। কিন্তু এ সময়ে বাংলাদেশের কোনো সিরিজ নেই। টানা ম্যাচ খেলার ধকল সামলে নিতে বাং?

এশিয়া কাপের এখনো মাস দেড়েক বাকি। কিন্তু এ সময়ে বাংলাদেশের কোনো সিরিজ নেই। টানা ম্যাচ খেলার ধকল সামলে নিতে বাংলাদেশের ক্রিকেটাররা প্রথম ১০-১২ দিন কাটাবেন বিশ্রামে। কিন্তু এশিয়া কাপের আগে এত লম্বা বিরতি কি টানা দুই সিরিজ জিতে পাওয়া ছন্দ ধরে রাখার পথেও বাধা হবে?

পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের পর অধিনায়ক লিটন দাসও বলেছিলেন, একটি সিরিজ আয়োজন করা গেলে ভালো হয় তাঁদের জন্য। বিসিবি এখন ওই চেষ্টা করছে বলে কাল প্রথম আলোকে জানিয়েছিলেন ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমূল আবেদীন। কোনো দলের কথা যদিও তখন আলাদা করে বলেননি।

التعليقات