নয়া দিগন্তের প্রধান শিরোনাম, 'এখনই সংবিধান সংশোধনের সুযোগ দেখছেন বিশেষজ্ঞরা'

Comentários · 4 Visualizações

প্রতিবেদনে বলা হচ্ছে, বাংলাদেশে সংবিধান সংশোধনের একমাত্র বৈধ পথ হলো সংসদের মাধ্যমে, যেখানে দুই-তৃতীয়াংশ সংখ

তবে বর্তমান রাজনৈতিক বাস্তবতায়, বিশেষজ্ঞরা মনে করছেন এখন একটি নতুন ধরনের পরিবর্তনের সুযোগ তৈরি হয়েছে।

 

"জুলাই সনদ ২০২৫" ও অন্তর্বর্তী সরকারের প্রেক্ষিতে অনেকেই বলছেন, যদি জনগণের বিপুল সমর্থন বা গণ-আন্দোলনের মাধ্যমে একটি নতুন ম্যান্ডেট তৈরি হয়, তাহলে সেটি "ডি ফ্যাক্টো" বাস্তবতা হিসেবে গণ্য হতে পারে।

 

ড. কামাল হোসেন মনে করেন, সংবিধান সংশোধন গণতান্ত্রিক পদ্ধতিতেই হওয়া উচিত, তবে জনগণের ইচ্ছাকে উপেক্ষা করা যায় না।

 

ব্যারিস্টার মইনুল হোসেন বলেন, যদি সংসদ বৈধতা হারায়, তখন জনগণের হাতেই থাকে সর্বোচ্চ ক্ষমতা, যা দিয়ে নতুন সংবিধানিক কাঠামো গঠন সম্ভব।

 

সাবেক অ্যাটর্নি জেনারেল সালাহউদ্দিন আহমেদের মতে, জনগণের ম্যান্ডেট রাজনৈতিক বাস্তবতা তৈরি করতে পারে, তবে পরে তা বিচারিক ও আন্তর্জাতিক স্বীকৃতি না পেলে টেকসই হবে না।

 

অর্থাৎ, জনগণের ইচ্ছার ভিত্তিতে পরিবর্তন শুরু হলেও, তাকে গণতান্ত্রিক ও আইনগত কাঠামোর ভেতর আনাই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

 

বর্তমানে, "জুলাই বিপ্লব" বাংলাদেশের জন্য এক সংবিধানিক সন্ধিক্ষণ তৈরি করেছে, যার স্থায়িত্ব নির্ভর করবে বৈধতা ও স্বীকৃতির ওপর।

Comentários