গাজায় ইসরায়েলি হামলায় নিহত প্রায় ১৯ হাজার শিশু

Mga komento · 2 Mga view

গাজার সরকারী গণমাধ্যম কার্যালয়ের তথ্যমতে, গাজায় ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)-এর হামলায় নিহত ফিলিস্তিনিদ?

গাজার সরকারী গণমাধ্যম কার্যালয়ের তথ্যমতে, গাজায় ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)-এর হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ৬২ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে অন্তত ১৮ হাজার ৮শ’ ৮৫ জন শিশু নিহত হয়েছে।

গতকাল মঙ্গলবার (১৯ আগস্ট) জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএ জানিয়েছে, গাজায় শিশুদের জন্য আর কোনো নিরাপদ স্থান নেই। ইসরায়েলের আরোপিত অবরোধের কারণে খাদ্য ও চিকিৎসা সামগ্রীর প্রবল সংকট তৈরি হয়েছে, যা অনাহারের দিকে ঠেলে দিচ্ছে জনগণকে।

অবিরাম বোমাবর্ষণের মধ্যে জাতিসংঘ পরিচালিত স্কুলগুলোতে এখন আশ্রয় নিয়েছে লাখো মানুষ। কিন্তু আশ্রয়স্থলগুলোও ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে, যা শিশুদের জন্য মৃত্যুপুরীতে রূপ নিয়েছে।

জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফের তথ্য তুলে ধরে ইউএনআরডব্লিউএ বলেছে, গত পাঁচ মাসে যুদ্ধ চলাকালে প্রতি মাসে গড়ে ৫৪০ জনের বেশি শিশু নিহত হয়েছে।

Mga komento