‘১০ জনের একটি দল, সেখানেও নেত্রী রেহাই পান না’

Bình luận · 52 Lượt xem

জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ইঙ্গিত করে বিএনপির সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ১০ জন নে

জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ইঙ্গিত করে বিএনপির সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ১০ জন নেতার একটি দল, সেখানেও আমরা দেখি যৌন হয়রানি থেকে নিজের দলের নেত্রী নিজের দলের অতি পরিচিত জ্ঞানী নেতার হাত থেকে রেহাই পান না।

সম্প্রতি এক টেলিভিশন টক শোতে অংশ নিয়ে এ মন্তব্য করেন ব্যারিস্টার রুমিন ফারহানা। এনপিসি নেতা আরিফুল ইসলাম আদীবের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

রুমিন ফারহানা বলেছেন, বিএনপি খুবই খারাপ। আমরা তো শুনতে পাচ্ছি এনসিপির মুখ থেকে— বিএনপি এত খারাপ হয়ে গেছে নিজেরা নিজেদের মারামারি করে, চাঁদাবাজি করে, বিএনপি কী কী জানি করে একটা ম্যানিপুলেটর ইলেকশন করার চেষ্টা করে ইত্যাদি ইত্যাদি। 

Bình luận