পুরো স্বাস্থ্যব্যবস্থা ঢেলে সাজানো প্রয়োজন: তাসনিম জারা

commentaires · 21 Vues

দেশের পুরো স্বাস্থ্যব্যবস্থাকে ঢেলে সাজানো প্রয়োজন বলে মনে করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্?

দেশের পুরো স্বাস্থ্যব্যবস্থাকে ঢেলে সাজানো প্রয়োজন বলে মনে করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা। তিনি বলেন, ‌‘প্রাথমিক স্বাস্থ্যসেবা যদি নিশ্চিত করা যায় তবে ডাক্তারদের চিকিৎসা করতে যেমন সুবিধা হবে, তেমনি রোগীর ব্যয়ও কমে যাবে।’ সোমবার (২৫ আগস্ট) রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।  

তাসনিম জারা বলেন, অনেক মেডিকেল কলেজ হয়েছে, কিন্তু ডাক্তাররা যে ইন্ট্রানশিপ করবে বা রোগী দেখবে সেই অবকাঠামোটা নেই। মেডিকেল কলেজ হাসপাতালটা আর খোলে হয়নি। তাহলে তারা কীভাবে রোগী দেখা শিখবে? ডাক্তার হয়ে গেছে কিন্তু রোগী দেখে নাই। এ রকম যদি মেডিকেল শিক্ষার মান হয়, তাহলে চিকিৎসা সেবার মান আমরা কীভাবে উন্নয়ন করবো। এর ফলে ছাত্ররা যেমন বঞ্চিত হচ্ছে, আমাদের রোগীরাও বঞ্চিত হচ্ছে। পুরো স্বাস্থ্য ব্যবস্থা ঢেলে সাজানো প্রয়োজন, আমাদের রোগীদের জন্য, জনগণের জন্য এবং যারা কাজ করছেন তাদের জন্য। 

তিনি বলেন, শিক্ষার ক্ষেত্রে মাথায় রাখতে হবে দক্ষ জনবল যেন তৈরি হয়। তারা যেন শিক্ষা শেষে কাজ করতে পারে। 

তাসনিম জারা বলেন, আমাদের ভাবতে হবে আমাদের শিক্ষাটা কীভাবে ডিজিটালাইজ করা যায় এবং আমাদের যে বিপুল তরুণ জনসংখ্যা আছে, তাদের কীভাবে দক্ষ জনবলে রূপান্তর করা যায়, বেকারত্ব কমানো যায় পাশাপাশি তারা যেন সচেতন নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে।

commentaires