দুই বছরের প্রেমের পর টেলর সুইফট ও ট্র্যাভিস কেলসের বাগদান সম্পন্ন

Comentarios · 3 Puntos de vista

দুই বছরের প্রেমের পর অবশেষে পপ সুপারস্টার টেলর সুইফট এবং এনএফএল তারকা খেলোয়াড় ট্র্যাভিস কেলস বাগদান সম্পন?

দুই বছরের প্রেমের পর অবশেষে পপ সুপারস্টার টেলর সুইফট এবং এনএফএল তারকা খেলোয়াড় ট্র্যাভিস কেলস বাগদান সম্পন্ন করেছেন।

দুটি ছবিসহ যৌথ ইনস্টাগ্রাম পোস্টে তারা লিখেছেন, ‘ইংরেজির শিক্ষক এবং জিম শিক্ষক বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন।’

২০২৩ সালে টেলর ও কানসাস সিটি চিফসের খেলোয়াড় ট্রাভিস কেলসের প্রেমের সম্পর্কে জড়ান। অল্প সময়ের মধ্যেই তারা হয়ে ওঠেন বিশ্বজুড়ে আলোচিত জুটি। 

কেলসির সঙ্গে সম্পর্কের শুরু থেকেই টেলর বদলে যান। প্রেম শুরুর কয়েক সপ্তাহের মধ্যে তিনি খেলার মাঠে গিয়ে কেলসকে উৎসাহ দেন, দামি রেস্তোরাঁয় একসঙ্গে ডিনার করেন এবং একে অপরের কাজের প্রশংসা করেন।

Comentarios