শিশু আলিফকে বাঁচাতে প্রয়োজন ২৫ লাখ টাকা

코멘트 · 9 견해

ন্মগতভাবে ভাল্বসহ হৃদরোগের জটিল সমস্যায় আক্রান্ত সাড়ে তিন মাসের শিশু হাবিবুল্লাহ সাদ আল আলিফের চিকিৎসা খরচ ?

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ), জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের শিশু কার্ডিয়াক সার্জারি বিভাগের সংশ্লিষ্ট চিকিৎসকরা জানিয়েছেন, তার এই চিকিৎসার জন্যে ভারতে অথবা সিঙ্গাপুরে যেতে হবে এবং চিকিৎসা বাবদ কমপক্ষে ২৫ লাখ টাকা খরচ হবে। যা তার স্বল্প আয়ের বাবার পক্ষে যোগাড় করা সম্ভব নয়।

তাই বর্তমান সরকার, ধনাঢ্য ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে সহায়তার আবেদন জানিয়েছেন অসুস্থ শিশুটির বাবা। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. ওবাইদুল ইসলাম (শিশুর বাবা), হিসাব নম্বর : 0100195535102, জনতা ব্যাংক পিএলসি, জনতা ভবন করপোরেট শাখা, মতিঝিল, ঢাকা-১০০০। বিকাশ নম্বর : 01919630200।

শিশু হাবিবুল্লাহ সাদ আল আলিফ বর্তমানে ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালের প্যাডিয়াট্রিক কার্ডিওলজি বিভাগের বিভাগীয় প্রধান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক নুরুন্নানাহার ফতেমার তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছে।

코멘트