যুক্তরাষ্ট্রে স্কুলে গুলিতে দুই শিশু নিহত, 'ক্যাথলিক-বিদ্বেষ' থেকেই হামলা কি না খতিয়ে দেখছে এফবিআই

التعليقات · 27 الآراء

যুক্তরাষ্ট্রের মিনিয়াপলিসে একটি স্কুলে গুলিবর্ষণে দুই শিশু নিহত এবং ১৭ জন আহত হওয়ার ঘটনাকে 'ক্যাথলিক-বি?

এফবিআই পরিচালক ক্যাশ প্যাটেল সামাজিক মাধ্যম এক্স-এ একটি পোস্টে বলেছেন, "এফবিআই এই ঘটনাকে ক্যাথলিকদের লক্ষ্য করে অভ্যন্তরীণ সন্ত্রাসবাদ এবং ঘৃণামূলক অপরাধের ঘটনা হিসেবে তদন্ত করছে।"

 

মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপলিস শহরের অ্যানানসিয়েশন চার্চের জানালা দিয়ে বুধবার সকালে গুলি চালায় এক হামলাকারী। এসময় প্রার্থনারত অবস্থায় আট এবং দশ বছর বয়সী দুই শিশু নিহত হয়।

 

ক্যাথলিক চার্চটিতে শিশুদের লেখাপড়া করানো হয় এবং নতুন শিক্ষাবর্ষ শুরুর আগে প্রার্থনার জন্য সেখানে জড়ো হয়েছিল শিক্ষার্থীরা।

التعليقات