সাপ কি মরার পরেও কামড়াতে পারে?

Mga komento · 15 Mga view

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে ২০২২ ও ২০২৩ সালে তিনটি অদ্ভুত ঘটনা ঘটেছিল। তিনটি ক্ষেত্রেই মরা সাপ কয়ে

এই ঘটনাগুলিতে মোনোকোল্ড কোবরা আর ব্ল্যাক ক্রেট প্রজাতির সাপও ছিল। এই দুই প্রজাতির সাপই ভারতে প্রাপ্ত সবথেকে বিষাক্ত সাপ বলে বিবেচিত হয়।

 

ওই তিনটি ঘটনার পর থেকেই প্রশ্ন উঠছিল যে সত্যিই কি কোনো মরা সাপ মানুষকে কামড়াতে পারে বা মরার পরেও কি সাপের বিষ ততটাই বিষাক্ত থাকে?

 

এই বিষয়ে এক গবেষণায় দেখা গেছে যে, সত্যিই সাপ মরার পরেও কামড়াতে সক্ষম।মরার বেশ কয়েক ঘণ্টা পরে সাপের শরীরে যে বিষ প্রয়োগ করার প্রণালী থাকে, সেটি অক্ষত থাকে।

Mga komento