আফগানদের লজ্জা দিয়ে একগাদা রেকর্ড গড়ল পাকিস্তান

코멘트 · 15 견해

শারজাহতে অনুষ্ঠিত ইউএই টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজের ফাইনালে একপাক্ষিক ম্যাচে

শারজাহতে অনুষ্ঠিত ইউএই টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজের ফাইনালে একপাক্ষিক ম্যাচে আফগানিস্তানকে ৭৫ রানে হারিয়েছে পাকিস্তান। মাত্র ৬৬ রানে অলআউট হয় আফগানিস্তান। এই ম্যাচে একাধিক রেকর্ড গড়েছে পাকিস্তান। লজ্জার রেকর্ডে ভাগ বসিয়েছে আফগানরাও। এই রেকর্ডগুলো এক নজরে দেখে নেওয়া যাক।

 

৬৬– এটি পুরুষদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে কোনো টুর্নামেন্ট ফাইনালে সর্বনিম্ন দলীয় সংগ্রহ। এর আগে ২০২৪ সালে সাব-রিজিওনাল ইউরোপ কোয়ালিফায়ার গ্রুপ-বি এর ফাইনালে জার্সির বিপক্ষে নরওয়ে ৬৯ রানে অলআউট হয়েছিল। ঘরোয়া ক্রিকেট মিলিয়েও পুরুষদের টি-টোয়েন্টি ফাইনালে এর চেয়ে কম রান আছে কেবল আর তিন দলের।

코멘트