চট্টগ্রামে পুলিশের অভিযানে গ্রেফতার ৮, অপহৃত কিশোরী উদ্ধার

Bình luận · 14 Lượt xem

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) বন্দর থানা পুলিশ পৃথক অভিযানে ফাঁড়ি ভাঙচুর ও লুটপাট, ডাকাতির প্রস্তুতি, অপহ?

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) বন্দর থানা পুলিশ পৃথক অভিযানে ফাঁড়ি ভাঙচুর ও লুটপাট, ডাকাতির প্রস্তুতি, অপহরণ ও ধর্ষণ মামলা এবং মাদকদ্রব্যসহ আটজনকে গ্রেফতার করেছে। এসব অভিযানে একজন অপহৃত কিশোরীকেও উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে বন্দরের পশ্চিম গোসাইলডাঙ্গা, মাইজপাড়া, ইশান মিস্ত্রিরহাট, নোয়াপাড়া কুমারী দিঘীরপাড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ফাঁড়ি ভাঙচুর ও লুটপাট মামলায় চারজনকে গ্রেফতার করা হয়।

বন্দর থানার ওসির নেতৃত্বে এসআই এরশাদ মিয়ার দল শুক্রবার সকালে পশ্চিম গোসাইলডাঙ্গা ও মাইজপাড়া এলাকায় অভিযান চালায়। এতে ফাঁড়ি ভাঙচুর ও লুটপাট মামলার চার আসামি গিয়াস উদ্দিন চৌধুরী ওরফে রুবেল (৪২), রিয়াজ উদ্দিন চৌধুরী জুয়েল (৩৯), মো. রাকিব (২৮) ও মো. রিদওয়ান (৩৬) গ্রেফতার হন। তাদের বিরুদ্ধে ২০০০ সালের বিশেষ ক্ষমতা আইনসহ দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রয়েছে।

ডাকাতির প্রস্তুতির সময় দুজন আটক

Bình luận