দুদককে চিঠি দেওয়ার বিষয়টি ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে: আহমদ তৈয়্যব

Bình luận · 111 Lượt xem

বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল) এর ফাইবার নেটওয়ার্ক বর্ধিতকরণ প্রকল্প চালিয়ে নিতে দু

বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল) এর ফাইবার নেটওয়ার্ক বর্ধিতকরণ প্রকল্প চালিয়ে নিতে দুর্নীতি দমন কমিশনকে চিঠি দেওয়ার বিষয়টিকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে বলে জানিয়েছেন, প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। এই মুহূর্তে দুদকের তদন্তের জন্য কাজ বন্ধ হলে সবমিলিয়ে ৬০০ কোটি টাকা গচ্চা যাবে বলেও জানান তিনি।

সোমবার (৭ জুলাই) ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, কিছু প্রতিষ্ঠান বিটিসিএলকে তুলে দিতে চায় বলে চক্রান্ত করছে। এ অবস্থায় বিটিসিএল তাদের নেটওয়ার্ক আপডেট না করতে পারলে হারিয়ে যাবে। বিভিন্ন বিষয়ে অপব্যাখ্যা দিয়ে ফ্যাসিস্টদের সহযোগী সিন্ডিকেটরা অপবাদ ছড়াচ্ছে বলেও অভিযোগ করেন ফয়েজ আহমদ তৈয়্যব। 

টেলিকমিউনিকেশন খাতে বর্তমান মন্ত্রণালয়ের কেউ কোনো ধরনের দুর্নীতির সঙ্গে জড়িত নয় বলে এ সময় দাবি করেন তিনি। এছাড়া, প্রধান উপদেষ্টার নির্দেশে আইসিটি খাত নিয়ে শ্বেতপত্র তৈরি করা হচ্ছে বলেও জানান প্রদান উপদেষ্টার বিশেষ সহকারী।

Bình luận