পত্রিকা: 'তিন প্রতিবেশী নিয়ে চিন্তায় ভারত'

Комментарии · 21 Просмотры

তিন প্রতিবেশী নিয়ে চিন্তায় ভারত— আজকের পত্রিকার প্রথম পাতার একটি খবরের শিরোনাম এটি।

এতে বলা হচ্ছে, কয়েক বছরের মধ্যেই ভারতের তিন প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেপালে ব্যাপক আন্দোলনের মধ্য দিয়ে সরকার পতন হয়েছে।

 

বাংলাদেশ ও শ্রীলঙ্কা ভারতের ঘনিষ্ঠ প্রতিবেশী। তবে কাঠমান্ডুর সঙ্গে দিল্লির সম্পর্ক নিবিড়।

 

নেপালে এখন যে অস্থিরতা চলছে এর প্রভাব ভারতে পড়ার আশঙ্কা রয়েছে।ধারণা করা হয়, প্রায় ৩৫ লাখ নেপালি ভারতে কাজ করেন বা বসবাস করেন। দুই দেশের মানুষের ভ্রমণের জন্য কোনো পাসপোর্ট বা ভিসা লাগে না।এছাড়াও কয়েক দশক পুরোনো এক বিশেষ চুক্তির আওতায় নেপালের ৩২ হাজার গুর্খা সেনা ভারতের সেনাবাহিনীতে কর্মরত।

 

বিশেষজ্ঞরা বলছেন, ভারত-নেপাল কূটনৈতিক সম্পর্ক অনেকটা দড়ির ওপর হাঁটার মতো অবস্থায় রয়েছে।

 

কারণ, নেপালের বিক্ষোভকারীরা দেশটির তিনটি প্রধান রাজনৈতিক দলের প্রতিই ব্যাপক ক্ষুব্ধ। আর ভারত এদের সবার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখেছে।

 

নেপালের কৌশলগত অবস্থান বিবেচনায় ভারত ও চীন উভয়েই সেখানে প্রভাব বিস্তারের প্রতিদ্বন্দ্বিতা করছে, ফলে অভিযোগ উঠেছে যে এই দুই এশীয় শক্তি নেপালের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে।

 

নেপালের সংকট এমন সময়ে দেখা দিয়েছে, যখন পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক নিম্নমুখী, বাংলাদেশের সঙ্গে টানাপোড়েন চলছে এবং মিয়ানমার গৃহযুদ্ধে জর্জরিত ।

 

ভারতের সাবেক সেনা কর্মকর্তা ও নেপালবিষয়ক বিশেষজ্ঞ অশোক মেহতার মতে, ভারত তার মহাশক্তি হওয়ার আকাঙ্ক্ষার কারণে প্রতিবেশীদের ওপর থেকে মনোযোগ হারিয়েছে। কিন্তু এই মহাশক্তি হতে হলে একটি নিরাপদ স্থিতিশীল প্রতিবেশ থাকা জরুরি।

Комментарии