ভারতে ইলিশ রপ্তানি করা হবে- এমন ঘোষণায় চাঁদপুরে ইলিশের দাম অস্বাভাবিক হারে বেড়েছে। এতে সাধারণ মানুষের ইলিশ কেনা এখন পুরোপুরি নাগালের বাইরে।
শনিবার বিকালে চাঁদপুর মৎস্য অবতরণ কেন্দ্রে দেখা যায়, গড়ে ৩ থেকে ৪শ মণ ইলিশ পরিবহণযোগে আসছে; যা এ মাছঘাটে একেবারেই নগণ্য পরিমাণ বলে জানান মৎস্যজীবী সমিতির সভাপতি আবদুল বারী জমাদার মানিক।
Advertisement
গত বছর অর্থাৎ ২০২৪ সালের ভরা মৌসুমে ১ কেজির ওপরে সাইজের প্রতি কেজি ইলিশের দাম ছিল ১ হাজার ৫শ টাকা। ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশের দাম ছিল প্রতি কেজি ১ হাজার তিনশ টাকা।
২০২৩ সালের একই সময়ে এক কেজির ওপরের সাইজের প্রতি কেজি ইলিশের দাম ছিল ১৩০০ টাকা। ৮০০ থেকে ৯০০ গ্রামের ওজনের ইলিশ প্রতি কেজির দাম ছিলো ৯০০ থেকে ১ হাজার টাকা।
ক্রেতাদের অভিযোগ- কোনো উৎপাদন খরচ না থাকলেও এই মাছ নিয়ে বরাবরের মতো এবারও বাজারে এক ধরনের সিন্ডিকেট সক্রিয়। তারা ইলিশ ধরা থেকে বাজারে বিক্রি পর্যন্ত প্রতিটি ধাপে দাম বাড়িয়ে দেয়। ফলে পর্যাপ্ত সরবরাহ থাকলেও সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে চলে যায় এই সুস্বাদু মাছ। মৎস্য অধিদপ্তরের বক্তব্যও প্রায় একই রকম।