কুমিল্লায় ৪৭ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

Mga komento · 48 Mga view

কুমিল্লায় অভিযান চালিয়ে ৪৭ লাখ ৯০ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (৭

কুমিল্লায় অভিযান চালিয়ে ৪৭ লাখ ৯০ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (৭ জুলাই) কুমিল্লা ব্যাটালিয়ন-১০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মীর আলী এজাজ এ তথ্য জানান।  

মীর আলী এজাজ বলেন, ‘কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার বিবির বাজার বিওপির কটকবাজার পোস্টের গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ টহলদল অভিযান পরিচালনা করা হয়। এ সময় সীমান্ত শূন্যরেখা থেকে প্রায় পাঁচ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সদরের চাঁনপুর এলাকায় অভিযান চালিয়ে একটি সিএনজিসহ ৪৫৫ পিস ভারতীয় বিভিন্ন ধরনের শাড়ি জব্দ করা হয়।

এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৪৭ লাখ ৯০ হাজার টাকা।’

তিনি বলেন, আটককৃত চোরাচালানি পণ্যসমূহ কাস্টমসে জমা দেওয়া হয়েছে। আন্ত সীমান্ত অপরাধ, মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। 

Mga komento