সিটি নাকি ইউনাইটেড, ডুবন্ত ম্যানচেস্টারে আজ সূর্য উঠবে কার

Comments · 3 Views

রাতে ম্যানচেস্টার ডার্বিতে মুখোমুখি পেপ গার্দিওলার (ডানে) ম্যানচেস্টার সিটি ও রুবেন আমোরিমের ম্যানচেস্টার ??

গত মৌসুম থেকেই ম্যানচেস্টারের আকাশে দুর্যোগের ঘনঘটা। এর আগে ম্যানচেস্টার ইউনাইটেড ধুঁকলেও শহরের পতাকাটাকে সমুন্নত রেখেছিল পেপ গার্দিওলার সিটি। স্প্যানিশ এই কোচের অধীন প্রিমিয়ার লিগে রীতিমতো রাজত্ব প্রতিষ্ঠা করেছিল ম্যানচেস্টার শহরের নীল অংশের ক্লাবটি। সিটির কারণেই মূলত ম্যানচেস্টার তার আভিজাত্য ধরে রাখতে পেরেছিল। কিন্তু গত মৌসুমে অনেকটা আকস্মিকভাবে পতন হয় টানা চার প্রিমিয়ার লিগ জেতা দলটির।

 

কোনো শিরোপা ছাড়াই শেষ করতে হয় মৌসুম। সেই পতনের ধারাবাহিকতা অব্যাহত আছে এখনো। চলতি মৌসুমেও দুই ক্লাবের শুরুটা হয়েছে ভুলে যাওয়ার মতোই। প্রথম তিন ম্যাচের মধ্যে একটিতে জয়, একটিতে হার এবং অন্যটিতে ড্র করে পয়েন্ট টেবিলের ১১ নম্বরে আছে ইউনাইটেড। আর তিন ম্যাচে ১ জয় ও ২ হার নিয়ে সিটি আছে পয়েন্ট তালিকার ১৬ নম্বরে।

Comments