যশোরে দুর্ঘটনায় বিএনপির নেতাসহ নিহত ২

הערות · 4 צפיות

যশোর-ঢাকা মহাসড়কের ভাঙ্গুড়া বাজারের কাছে দুর্ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সাবেক এক কেন্দ্রীয় নেতাসহ দুজন নিহত হ??

যশোর-ঢাকা মহাসড়কের ভাঙ্গুড়া বাজারের কাছে দুর্ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সাবেক এক কেন্দ্রীয় নেতাসহ দুজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন পুলিশের এক কর্মকর্তা।

 

নিহতরা হলেন যশোর সদরের বসুন্দিয়া এলাকার আক্তার হোসেন ও ভেকুটিয়া এলাকার আবু জাফর। আহত পুলিশ কর্মকর্তা হলেন নিক্কন আঢ্য।

 

Advertisement

 

রোববার (১৪ সেপ্টেম্বর) রাত ১১টার কিছু সময় আগে ঢাকা থেকে যশোরমুখী একটি যাত্রীবাহী বাস দাঁড়িয়ে থাকা বাঁশবোঝাই একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দিলে হতাহতের এই ঘটনা ঘটে।

 

যশোর জেনারেল হাসপাতালে দায়িত্বরত পুলিশ সদস্যরা জানান, বাঘারপাড়ার ভাঙ্গুড়া বাজারের কাছে মহাসড়কে বাঁশবোঝাই একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। ঢাকা থেকে যশোরমুখী 'নড়াইল এক্সপ্রেসের' একটি বাস রাত ১১টার কিছুসময় আগে ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে গ্লাস ভেঙে বাঁশের অগ্রভাগ ঢুকে পড়ে বাসের মধ্যে।

 

দুর্ঘটনার পরপরই ভাঙ্গুড়া বাজারে থাকা লোকজন দ্রুত উদ্ধার তৎপরতা শুরু করে। বাসযাত্রী আক্তার হোসেনকে মৃত অবস্থায় দেখেন উদ্ধারকারীরা। গুরুতর আহত আবু জাফর ও নিক্কন আঢ্য নামে দুজনকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

 

জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক জুবায়ের আহমেদ জানান, আবু জাফর পথেই মারা গেছেন। আর নিক্কন আঢ্যর অবস্থা সংকটাপন্ন। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় রেফার করা হয়েছে।

 

পুলিশ জানায়, নিহত আক্তার হোসেন যশোর সদরের বসুন্দিয়া গ্রামের আহমদ আলীর ছেলে। হাইওয়ে পুলিশের এসআই কামরুল তার লাশ হাসপাতালে রেখেছেন বলে জানান।

 

নিহত আবু জাফর যশোর শহরতলীর ভেকুটিয়া এলাকার আব্দুল মজিদের ছেলে।

הערות