কেন্দ্রীয় ও হলভিত্তিক ফলে এমন গরমিলের কারণে সংশ্লিষ্ট প্রার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন।
তবে এটিকে মুদ্রণজনিত ভুল হিসেবে উল্লেখ করেছেন চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক জসীম উদ্দিন।
এদিকে, নির্বাচনের চারদিন পর হলভিত্তিক ফলাফল জানা গেলেও পূর্ণাঙ্গ তথ্য মেলেনি।
মোট কত ভোট পড়েছে, কতটি ভোট বাতিল হয়েছে— এটি কেন্দ্রীয় কিংবা সব হলের ক্ষেত্রে উল্লেখ করা হয়নি।
১৮টি হলের মধ্যে ছয়টি হলের ফলাফল শিটে কতটি ভোট কাস্ট হয়নি এবং কতটি বাতিল হয়েছে তা উল্লেখ রয়েছে।
এ ব্যাপারে অধ্যাপক জসীম উদ্দিন জানালেন, আলাদা বিজ্ঞপ্তির মাধ্যমে এটি দিয়ে দেয়া হবে। অফিস বন্ধ থাকায় কাজটি করা যায়নি।