৮৯ বছর বয়সে চলে গেলেন হলিউড কিংবদন্তি রবার্ট রেডফোর্ড

Mga komento · 15 Mga view

৮৯ বছর বয়সে চলে গেলেন হলিউড কিংবদন্তি রবার্ট রেডফোর্ড

না ফেরার দেশে চলে গেলেন হলিউডের বিখ্যাত অভিনেতা, পরিচালক, প্রযোজক ও পরিবেশবাদী অ্যাক্টিভিস্ট রবার্ট রেডফোর্ড। আমেরিকান সিনেমার এই ‘শেষ সোনার ছেলে’ তার প্রিয় সানড্যান্স মাউন্টেইন কম্পাউন্ডে পাইন গাছের মনোমুগ্ধকর ঘ্রাণে পরিবার-পরিজনদের মাঝে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর।

যে মানুষটির হাসিই কুলনেসের সংজ্ঞা হয়ে দাঁড়ায়, যার নীরবতা থেকে তৈরি হতো জানার আগ্রহ, যে আগ্রহ সৃষ্টি করতো উত্তেজনার, যিনি আমাদের উপহার দিয়েছেন গ্যাটসবি কিংবা দ্য হর্স হুইসপারারের মতো সিনেমাগুলো- সেই রেডফোর্ডের অনুপ্রেরণায় অনেক নবীন সিনেমা নির্মাতাও ক্যামেরার ফ্রেমে তাদের স্বপ্ন সত্যি করার সাহস খুঁজে পেয়েছেন।

স্যান্টা মনিকার সংগ্রাম থেকে হলিউডে অমরত্ব

১৯৩৬ সালের ১৮ আগস্ট স্যান্টা মনিকার এক অবস্থাপন্ন ঘরে জন্ম নিলেও চার্লস রবার্ট রেডফোর্ড জুনিয়রের শিশু বয়সে তাকে সংগ্রাম এবং কষ্টের মধ্যে জীবন অতিবাহিত করতে হয়েছে। মায়ের অসুস্থতা, বাবার সঙ্গে মানসিকভাবে এক ধরনের দূরত্ব তৈরি হওয়া কিংবা কখনও স্কুল থেকে বিতাড়িত হওয়া যৌবনেও তার চলার পথকে করে তুলেছিল কণ্টকাকীর্ণ। নিজের চূড়ান্ত লক্ষ্যকে খুঁজে পাওয়ার আগে ইউরোপে শিল্পকলা নিয়ে পড়া রেডফোর্ডকে অর্থ আয়ের জন্য করতে হয়েছিল অনেক ছোটখাটো কাজ, ধরেছিলেন ছবি আঁকাও।

Mga komento