নেপালের রাষ্ট্রপতি নয়ই সেপ্টেম্বর রাতে যে 'হিম্মত' দেখিয়েছিলেন

التعليقات · 13 الآراء

নেপালে নয়ই সেপ্টেম্বর রাতে হাওয়ায় নানা রকম গুজব উড়েছিল। সাংবাদিকদের ফোন সমানে বেজে চলেছিল। রাজতন্ত্র ফিরে ?

গুজবগুলো ছড়াচ্ছিল সামাজিক মাধ্যমেও। রাষ্ট্রপতি রামচন্দ্র পৌড়েল পদত্যাগ করেছেন বলে ব্রেকিং নিউজ চালিয়ে দিয়েছিল ভারতীয় সংবাদমাধ্যম।

 

কাঠমান্ডুর সিনিয়র সাংবাদিক কিশোর নেপাল বলছিলেন যে, মঙ্গলবার যখন কাঠমান্ডুর সব বড় সরকারি প্রতিষ্ঠানগুলিতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল, তখন মনে হচ্ছিল যে নেপাল বোধহয় আবারও রাজতন্ত্রের দিকে এগোচ্ছে।

 

তার দাবি যে সেদিন সেনাপ্রধান রাষ্ট্রপতি পৌড়েলকে পদত্যাগ করতে বলেছিলেন। তবে অন্য কয়েকজন আবার বলছেন যে সেনাপ্রধান ও রাষ্ট্রপতি যৌথভাবেই পরিস্থিতি সামলিয়েছেন।

التعليقات