বিদ্যুৎ খাতে টাকার টানাপোড়েন

Mga komento · 12 Mga view

সরকারি বিভিন্ন সংস্থার কাছে বড় অঙ্কের বকেয়া আটকে যাওয়ায় আর্থিক টানাপোড়েনে পড়েছে বিদ্যুৎ বিভাগ। সংস্থাগুলোর

সরকারি বিভিন্ন সংস্থার কাছে বড় অঙ্কের বকেয়া আটকে যাওয়ায় আর্থিক টানাপোড়েনে পড়েছে বিদ্যুৎ বিভাগ। সংস্থাগুলোর কাছে ২৬১২ কোটি টাকা বকেয়া দাঁড়িয়েছে। এই বকেয়া বিলের মধ্যে সরকারপ্রধানের অফিসের ১২ কোটি এবং খোদ বিদ্যুৎ বিভাগের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের ১২ কোটি টাকাও আছে। দীর্ঘদিন ধরে বকেয়া আদায় না হওয়ায় বিদ্যুৎ ব্যবস্থাপনা বাধাগ্রস্ত হচ্ছে। বিশেষ করে উৎপাদন ও সরবরাহের প্রয়োজনীয় খরচ মেটাতে হিমশিম খাচ্ছে সরকার। বিতরণ ব্যবস্থায় এক ধরনের ঝুঁকিও তৈরি হয়েছে। এদিকে টাকার সংকট কাটাতে সম্প্রতি অর্থ উপদেষ্টার কাছে প্রয়োজনীয় বরাদ্দ চেয়ে আধা সরকারি পত্র (ডিও) দিয়েছেন বিদ্যুৎ উপদেষ্টা। খবর সংশ্লিষ্ট সূত্রের।

Advertisement

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির জানান, ‘বিপুল পরিমাণ বিল অনাদায়ী থাকায় বিদ্যুৎ বিতরণকারী সংস্থা বা কোম্পানিগুলো আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়া তাদের বিতরণ ব্যবস্থার উন্নয়ন কর্মকাণ্ডও ব্যাহত হচ্ছে। এজন্য অর্থ বিভাগকে সরকারি প্রতিষ্ঠানগুলোর বকেয়া পরিশোধের জন্য প্রয়োজনীয় বরাদ্দ দিতে বলা হয়েছে।

Mga komento