বিমান আর ‘৬-০’ দেখিয়ে ভারতকে কি রাফাল দুঃস্বপ্ন মনে করিয়ে দিলেন হারিস রউফ?

commentaires · 17 Vues

এশিয়া কাপ ২০২৫-এর সুপার ফোরের রোমাঞ্চকর লড়াই শুধু ব্যাট-বলের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। মাঠের বাইরে আলোচনায় উঠে ?

এশিয়া কাপ ২০২৫-এর সুপার ফোরের রোমাঞ্চকর লড়াই শুধু ব্যাট-বলের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। মাঠের বাইরে আলোচনায় উঠে এসেছেন পাকিস্তানের ফাস্ট বোলার হারিস রউফ। হাতের ইশারায় তিনি সমর্থকদের তো বটেই, ভারতকেও যেন মনে করিয়ে দিয়েছেন ‘রাফাল দুঃস্বপ্নের’ কথা!

Advertisement

ভারতের ইনিংস চলাকালে বাউন্ডারিতে ফিল্ডিং করতে গিয়েছিলেন তিনি। সেখানে কিছু ভারতীয় সমর্থক গ্যালারি থেকে উসকানি দিচ্ছিলেন তাকে। তারই জবাবে হারিস রউফ আঙুল তুলে ‘৬-০’ দেখান এবং হাত নেড়ে এমন ভঙ্গি করেন যেন একটি বিমান উড়ছে এবং পরে ভেঙে পড়ছে।

বিষয়টি যে পাকিস্তান বিমানবাহিনীর মে মাসের ‘অপারেশন বুনইয়ান-উম-মারসুস’ সম্পর্কিত তা বুঝাই যাচ্ছিল। সে অভিযানে ছয়টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছিল পাকিস্তান, যার মধ্যে বেশ কয়েকটি ছিল আবার ফরাসি রাফাল।

মুহূর্তের মধ্যে ঘটনাটির ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। পাকিস্তানি সমর্থকেরা একে সাহসী, মজার এবং গৌরবের ইঙ্গিত হিসেবে দেখেছেন। অন্যদিকে ভারতীয় সমর্থকেরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন।

তবে মাঠের খেলায় হারিস রউফরা কোনো জবাবই অবশ্য দিতে পারেননি ভারতকে। রবিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারত ১৭২ রানের লক্ষ্য ছুঁয়ে যায় ছয় উইকেট হাতে রেখে। 

ম্যাচ শেষে আবারও আলোচনায় ছিল দুই দলের না হওয়া ‘হ্যান্ডশেক’। কোনো দলই এগিয়ে এসে হাত মেলাননি। প্রতিবারের মতো ম্যাচ-পরবর্তী করমর্দন না হওয়া নিয়ে আবারও সমালোচনা শুরু হয়েছে। অনেকে এটিকে খেলোয়াড়সুলভ মানসিকতার অভাব হিসেবে দেখছেন। 

দুই দলই এ বিষয়ে কোনো ব্যাখ্যা দেয়নি। তবে ঘটনাটি আবারও দুই দেশের রাজনৈতিক বৈরিতাকে সামনে নিয়ে এসেছে।

commentaires